X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালাসের শেষ দিকে ২০০ মেট্রিক টন অক্সিজেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:২২

ভারত থেকে ট্রেনে আসা ২০০ মেট্রিক টন অক্সিজেন খালাসের শেষ দিকে রয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে এ অক্সিজেন খালাস হচ্ছে। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যার আগেই খালাস শেষ হবে বলে ধারণা করছে আমদানিকারী প্রতিষ্ঠান।

এর মধ্যে, রবিবার (২৫ জুলাই) বিকাল থেকে এখন পর্যন্ত আটটি ট্যাংকলরিতে ১৬০ মেট্রিক টন অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে পাঠানো হয়েছে। এখন বাকি ৪০ মেট্রিক টন অক্সিজেন দুইটি ট্যাংকলরিতে লোড করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সুফিয়া আক্তার ওহাব।

তিনি বলেন, গতকাল (রবিবার) বিকাল থেকে এখন পর্যন্ত আটটি ট্যাংকলরিতে করে মোট ১৬০ মেট্রিক টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪০ টন এখন ট্রেনের ট্যাংক থেকে লরিতে লোড করা হচ্ছে। আশা করছি, বিকেল ৫টা নাগাদ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আপাতত ভারত থেকে ট্রেনে যেসব অক্সিজেন বাংলাদেশে আসবে সেগুলোও এখানেই খালাস হবে। ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ট্রেন বাংলাদেশে আসতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ভারত থেকে আসা অক্সিজেনবাহী ট্রেনটি রবিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে। এরপর থেকেই চলছে খালাস কার্যক্রম। গতকাল বিকাল পৌনে ৪টায় প্রথম ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্যাংকলরিতে ২০ মেট্রিক টন করে তরল অক্সিজেন বহন করা হচ্ছে।

শনিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে ইন্দো-বাংলা ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে পৌঁছে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যালে হবে অক্সিজেন উৎপাদন
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি