X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লাইন ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৮:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের চাপ বাড়ায় সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হলে- সেখানে লাইন ঠিক রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সোমবার (২৬ জুলাই) সকাল থেকে মাঠে নেমেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় হাসপাতাল চত্বরে করোনা পরীক্ষা করতে আসা মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে  লাইন সারিবদ্ধ করাসহ শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন।

লাইন ঠিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে ছাত্রলীগ

জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে করোনার এন্টিজেন পরীক্ষা করতে আসা মানুষের দীর্ঘ লাইনের একটি ছবি রবিবার ফেসবুকে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, লোকজন গাদাগাদি করে লাইনে দাঁড়াচ্ছেন। এ অবস্থায় জেলা ছাত্রলীগের নির্দেশে সকাল থেকে হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বেচ্ছায় কাজ শুরু করেছেন। ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আসিফুল ইসলাম অন্তু, রনি আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আকিব সরকার, ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান বাবু ও তানভীর আহমেদ ইমনসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
সৈয়দপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, অফিসে ছাত্রলীগের তালা
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ 
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!