X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘জনসাধারণকে লকডাউন মানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৮:৪০আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:০৩

করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে বিধিনিষেধ কঠোরভাবে মানাতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরকারের দেওয়া বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নেরও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদের বৈঠক চলাকালীন অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।’

জাহিদ মালেক বলেন, ‘শুধু শহরে নয়, দেশের ওয়ার্ড পর্যায়ে করোনার ভ্যাকসিন কার্যক্রম পরিচালনারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, এ কাজটি করতে হবে জরুরি ভিত্তিতে।’

তিনি জানান, সরকারের ভ্যাকসিন কার্যক্রম যাতে ইউনিয়ন, এমনকি ওয়ার্ড থেকে শুরু করা হয়। বিশেষ করে গ্রামগঞ্জে যেসব বয়স্ক লোক রয়েছেন, তাদের জন্য ভ্যাকসিন নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

গ্রামগঞ্জে অনেক বয়স্ক লোক রয়েছেন, যারা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারছেন না। তাদের কীভাবে ভ্যাকসিন দেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা হাজার হাজার কর্মীকে প্রশিক্ষণ দিয়েছি, যারা কমিউনিটি ক্লিনিকে কাজ করেন, এফডব্লিউসিতে কাজ করেন। এমনকি শিক্ষার্থী নার্সদেরও আমরা নিয়ে আসছি এই কার্যক্রমে। আশা করছি সবাইকে ভ্যাকসিন দিতে পারবো। প্রতি মাসে এক কোটি করে টিকা দিলেও ২১ মাস লাগবে। আমরা চাচ্ছি সময়টি আরও কিছুটা কমিয়ে আনতে।’

মন্ত্রী বলেন, ‘বিভিন্নভাবে টিকা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছি। এ দিয়ে দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’

 

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী আইনের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!