X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহ মেডিক্যালের কোভিড ওয়ার্ডে চিকিৎসক সংকট

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৮:৫৩আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮:৫৩

‘রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের সব চিকিৎসককেই পালাক্রমে কোভিড ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হচ্ছে। যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে আরও চিকিৎসক লাগবে।’ সোমবার (২৬ জুলাই) কথাগুলো বলছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ও মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. মহিউদ্দিন খান।

চিকিৎসক সংকট প্রসঙ্গে ডা. মো. মহিউদ্দিন খান আরও বলেন, ‘ছয়টি কোভিড ফ্লোর ও আইসিইউতে তিন শিফটে প্রতিদিন ৭৫ জন চিকিৎসককে দায়িত্ব পালন করতে হয়। এই ৭৫ জন চিকিৎসক ১৫ দিন দায়িত্ব পালন করার পর ১৫ দিনের জন্যে আইসোলেশনে থাকেন। চিকিৎসক ঘাটতি থাকায় নন কোভিড ওয়ার্ড থেকে চিকিৎসক নিয়ে কোভিড ওয়ার্ডে ডিউটি করাতে হচ্ছে। বর্তমানে হাসপাতালে ১২ জন চিকিৎসকসহ অর্ধশত স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

জানা গেছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে ডেডিকেটেড করোনা ইউনিটের ২১০ শয্যার প্রস্তুতি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম চলে আসছিল। রোগী বেড়ে যাওয়ায় দুই দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে করা হয় ৪৫০। আইসিইউ ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ২২। সম্প্রতি আইসিইউয়ের সমমানের চিকিৎসাসেবা দিতে একই ফ্লোরে আরও ২৪টি শয্যা বাড়ানো হয়েছে। যেখানে রোগীদের হাই ফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে দুই দফায় ৫০ জন এবং বিভাগীয় স্বাস্থ্য বিভাগ থেকে ৩৩ জন চিকিৎসককে প্রেষণে মমেক হাসপাতালে দেওয়া হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম জানান, রোগী বেড়ে যাওয়ার কারণে শয্যা সংখ্যা বাড়াতে হচ্ছে কিন্তু সেই হারে চিকিৎসক বাড়ছে না। হাসপাতালের অধিকাংশ চিকিৎসককেই কোভিড ইউনিটে দায়িত্ব পালন করতে হচ্ছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তবে রোগীর সংখ্যা আরও বেড়ে গেলে ঘাটতি চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া জরুরি মনে করছেন এই কর্মকর্তা।

এদিকে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে চিকিৎসক বাড়ানো ছাড়া সেবা দেওয়াটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই চিকিৎসকদের ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। দ্রুতই চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ ভাবছে।

 

/এমএএ/
সম্পর্কিত
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত
আরও ২৭ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল: কারণ ‘দরজায় যাত্রীর ধাক্কা’
আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল: কারণ ‘দরজায় যাত্রীর ধাক্কা’
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত: স্পিকার
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্ত: স্পিকার
সড়কে প্রাণ গেলো সুগার মিলের ২ কর্মচারীর
সড়কে প্রাণ গেলো সুগার মিলের ২ কর্মচারীর
নিউইয়র্ক থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ট্যুর
নিউইয়র্ক থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ট্যুর
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন