X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘জিন ছাড়াতে’ গলা টিপে ধরায় কৃষকের মৃত্যু!

বরিশাল প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২০:০৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ২০:০৭

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে ‘জিন ছাড়ানোর’ নামে রাসেল ঘরামী (২৮) নামের এক কৃষককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। কৃষক রাসেল ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ‘জিন ছাড়াতে’ আসা দুই ফকির ইসমাইল শেখ ও ইমরান শেখকে আটক করেছে। আটকদের বাড়ি উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় কৃষকের লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ। আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষক রাসেলের চিকিৎসায় তার বাড়িতে আসেন ওই দুই ফকির। ‘জিনের আছরের’ কারণে সে সুস্থ হচ্ছে না বলে সবাইকে অবহিত করেন দুই ফকির। এরপর জিন থেকে রাসেলকে মুক্ত করার জন্য দুই ফকির মিলে তার গলা টিপে ধরেন। এতে রাসেলের মৃত্যু হয়। রাসেলের মৃত্যুর খবরে ওই দুইজনকে আটক করেন গ্রামবাসী।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, ‘জিন ছাড়ানোর নামে ওই যুবককে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় দুই ফকিরকে আটক করে স্থানীয়রা। তাদের থানায় নিয়ে আসা হয়। একইসঙ্গে রাসেলের লাশও থানায় রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
প্রবাসীকে হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি