X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি পরিদর্শনে কক্সবাজারে আইজিপি-র‌্যাব ডিজি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২১:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:০১

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশ কল্যাণ ট্রাস্টের কেনা জমি পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় সেখানে পুলিশের অবকাঠামো নির্মাণ পরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়।

সোমবার (২৬ জুলাই) বিকালে টেকনাফ সীমান্তের জিরো পয়েন্ট সাবরাং মেরিন ড্রাইভে গাড়িযোগে পৌঁছেন দুই বাহিনীর প্রধান। কিন্তু এ সফরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বিকালে টেকনাফ সাবরাংয়ের মেরিন ড্রাইভের সৈকতের পাশে পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি পরিদর্শন করেন আইজিপি ও র‌্যাব মহাপরিচালক। সেখানে সাবরাং অ্যামিউসেন্ট পার্কসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার চিত্র উপস্থাপন করা হয়। বৈরী আবহাওয়ার কারণে বিকালেই টেকনাফ ত্যাগ করেন দুই বাহিনীর প্রধান।

সফরে পুলিশ প্রধান ও র‌্যাব প্রধানের সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।

রবিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিন দিনের সফরে পৃথক হেলিকপ্টারে করে পুলিশ প্রধান ও র‌্যাব প্রধান কক্সবাজার বিমানবন্দরে নামেন। সেখান থেকে সরাসরি জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএনের তিন ব্যাটালিয়ন ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দেন তারা। 

/এএম/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
মাদকাসক্তদের আলোর পথ দেখাচ্ছে ওয়েসিস
ফ্রিল্যান্সারকে তুলে নিয়ে ৩ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ, ডিবির ৭ সদস্য বরখাস্ত
সর্বশেষ খবর
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই