X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রংপুরে একদিনে ১২ মৃত্যু

রংপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৪:১৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৪:১৩

রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। একই সময়ে তিন হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত বিভাগে ৩২ নারীসহ ৪১২ জন মারা গেছেন। 

মঙ্গলবার (২৭ জুলাই) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়ে রংপুরে চার জন মারা গেছেন। এছাড়া পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দুই জন করে, লালমনিরহাট-কুড়িগ্রাম-দিনাজপুর ও গাইবান্ধায় একজন করে রোগী মারা গেছেন। একই সময়ে দিনাজপুরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ২০৯ জনের। এর পরে রয়েছে রংপুরের ১৬১ জন।

এদিকে করোনায় ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬৬ জন। আক্রান্তের হার বেড়ে ২৬ দশমিক ৯২  শতাংশে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ চার হাজার ৯৫৪ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪১ হাজার ৫৮১ জন। সুস্থ হয়েছেন ৩১ হাজার ৪৩৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১৯৭ জন, রংপুরে ৯ হাজার ৯৩ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৭৩৯ জন, কুড়িগ্রামে তিন হাজার ১৩৫জন। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো