X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভালো কাজে পুরস্কার খারাপ কাজে শাস্তি: প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৫:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:০৩

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভালো কাজ করলে যেমন পুরস্কার পাওয়া যাবে, ঠিক তেমনি খারাপ কিছু করলে ক্ষমা করা হবে না।’ মঙ্গলবার (২৭ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী মিলনায়তনের ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এইটুকু বলবো, ভালো কাজের আপনি যেমন পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনও খারাপ কিছু করেন, তাদের কিন্তু ক্ষমা নেই। তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে, এই নিয়মটা থাকতে হবে। সেটা অবশ্যই আমরা করবো।’

কাজের স্বীকৃতি দেওয়ার জন্য জনপ্রশাসন পদক প্রবর্তন করা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘জাতীয় পর্যায়ে উদযাপনের জন্য আমরা ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণা করেছি। এ উপলক্ষে সরকারি আমলাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। যারা ভালো কাজ করবে তাদের। যাতে যাদের ভেতরে নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া আছে তা বিকশিত হয়। যারা দেশের কল্যাণে কাজ করবেন, তারা পুরস্কৃত হবেন। আমরা ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করেছি।’

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন। মাঠ পর্যায়ে কাজ করলে অনেক বেশি জানার সুযোগ পাওয়া যায়। আপনারা মানুষের সুবিধা-অসুবিধাগুলো জানতে পারেন। কীভাবে একেকটা এলাকার অর্থনৈতিক উন্নয়ন করা যায়, সেটা আপনারা সব থেকে ভালোভাবে অনুধাবন করতে পারেন। আমি আশা করি, সেভাবেই আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। কীভাবে মানুষের সেবা করা যায়, কীভাবে মানুষকে উন্নত জীবন দেওয়া যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। যেন আমরা জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি। সেটাই আমরা চাই।’

জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩৫ কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে এ অনুষ্ঠানে জনপ্রশাসন পদক দেওয়া হয়। এরমধ্যে ২০২০ সালের জন্য জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি এবং ২০২১ সালের জন্য ২০টি পদক দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের এক ভরি ওজনের স্বর্ণপদক এবং সনদ পেয়েছেন। এর বাইরে জাতীয় পর্যায়ে ব্যক্তিশ্রেণিতে জনপ্রতি এক লাখ টাকা এবং দলগত ভূমিকার জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারিতে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাসহ সবক্ষেত্রে তৈরি হওয়া সমস্যার কথা উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের শেখ হাসিনা বলেন, ‘এখান থেকে আমাদের যত দ্রুত মুক্ত হওয়া যায়, বাংলাদেশকে মুক্ত করা যায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। মানুষ যেন স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে চলে, সে ব্যাপারে তাদের সচেতন করতে হবে।’

ইতোমধ্যে দেশের এক কোটি ৮৭ লাখ মানুষের টিকা পাওয়ার তথ্য দিয়ে সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশের কোনও মানুষ, টিকা পাওয়ার যাদের বয়স হয়েছে, তারা কেউ বাদ যাবে না। আমাদের ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সবার জন্য এই টিকা ক্রয় করতে থাকবো, আনতে থাকবো এবং দিতে থাকবো। সেই ব্যবস্থাটাও আমরা অবশ্যই করবো।’

 

 

 

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন