X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কোথায় গেলে একটা সিট পাবো?

আমিনুল ইসলাম বাবু
২৭ জুলাই ২০২১, ২১:২২আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৫২

সিট খালি না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের জরুরি বিভাগের সামনে গিয়ে প্রতিদিনই দেখা যাচ্ছে এমন দৃশ্য। একটি বেড পেতে বা করোনা আক্রান্ত স্বজনকে ভর্তি করাতে ব্যর্থ হয়ে কান্নায় ভেঙে পড়ছেন আপনজনেরা। এ অবস্থায় হাসপাতালগুলোও দিন দিন অসহায় হয়ে পড়ছে। কারণ, একজন রোগী ছাড়পত্র পেলেই কেবল সেই বেডে আরেকজন রোগী নিতে পারছে। ফলে বেড খালি না থাকার কারণে বাধ্য হয়েই রোগীদের ফিরিয়ে দিতে হচ্ছে।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থেকে জিয়াউর রহমান ঢাকা মেডিক্যালে এসেছেন তার বাবা রুহুল আমিনকে (৭৫) নিয়ে। তিনি করোনায় আক্রান্ত। জিয়াউর রহমান জানান, তার বাবার শ্বাস কষ্ট হওয়ায় তাকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আজ (মঙ্গলবার) তার করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু বক্ষব্যাধির করোনা ইউনিটে সিট না থাকায় সেখানকার চিকিৎসকরা তাকে (বাবা) ঢামেকে পাঠিয়েছেন। পরে জিয়াউর রহমান তার বাবাকে নিয়ে বিকালে ঢাকা মেডিক্যালে আসেন। এখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান যে তাকে ভর্তি করা দরকার ছিল। কিন্তু এ মুহূর্তে তাদের এখানে (ঢামেকে) কোনও বেড ফাঁকা নেই। এরপর ওই চিকিৎসক রোগীকে রেফার করেন ডিএসসিসি’র মুগদা জেনারেল হাসপাতালে। বেশ কিছু সময় অপেক্ষার পর জিয়াউর রহমান ভগ্ন হৃদয়ে তার বাবাকে নিয়ে  মুগদা হাসপাতালের উদ্দেশে রওনা হন।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫) বলেন, প্রচণ্ড গরম থেকে ঠান্ডা লেগেছে। সেই থেকে কাশি ও মাঝে মধ্যে জ্বর আসে। এ অবস্থায় স্বজনরা তাকে নিয়ে যান শ্রীনগর ষোলঘর হাসপাতালে। সেখানে তাকে রাখা হয়নি। পরে আসেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। সেখানেও ভর্তি নেওয়া হয়নি। এরপর এসেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এখানকার চিকিৎসকরা তার সমস্যা শুনে বলেছেন, বাসায় রেখে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করতে। কান্নাজড়িত কণ্ঠে আনোয়ারার আত্মীয় বলেন, ‘মন তো মানে না। এই রোগীকে নিয়ে বাসায় রেখে কী চিকিৎসা করাবো, বুঝে উঠতে পারছি না।’

ঢামেকে বেড মেলেনি, অন্য হাসপাতালে যাওয়ার আগ মুহূর্তে বাবাকে নিয়ে জিয়াউর রহমান দেশে করোনা মহামারির পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে করোনা রোগীর চাপ। রোগীদের বেড দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শুধু তা-ই নয়, বাড়ছে আইসিইউর সংকটও।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত বছরের মে মাস থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ঢামেকে মারা গেছেন ১১৮৪ জন। গত এক সপ্তাহে (২১ জুলাই থেকে ২৭ জুলাই) মারা গেছেন ৫০ জন।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাসপাতালে ৭৮০ বেডের মধ্যে  বর্তমানে প্রায় সবগুলোই পূর্ণ হয়ে গেছে। রোগীর  চাপ এতই  বেড়েছে যে আমরা ভর্তি নিতে পারছি না। যেসব রোগী ছাড়া পাচ্ছে, কেবল তার সমপরিমাণ রোগী ভর্তি দেওয়া হচ্ছে। ফলে কোনও বেড আর ফাঁকা থাকছে না।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, করোনা আক্রান্ত প্রতিটি রোগীর জন্য অক্সিজেন দরকার হয়। তাই বেডের বাইরে রোগী ভর্তি নেওয়া যায় না। ভয়াবহ পরিস্থিতির কারণে বেডের বাইরে মঙ্গলবার (২৭ জুলাই) ৩১ জন রোগী ভর্তি রেখেছি।’

বেডের বাইরে কীভাবে রোগী ভর্তি নিলেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের চিকিৎসক-নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনা রোগীদের বাইরে অতিরিক্ত যেসব রোগী ভর্তি দেওয়া হয়েছে, তাদের শেয়ার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। যেসব রোগীর অবস্থা ভালোর দিকে এবং অক্সিজেন লাগছে না, তখন অন্য রোগীকে অক্সিজেন (যার দরকার হচ্ছে) দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, এর আগে গত ২৪ ঘণ্টায় ৭৬২ জন রোগী ভর্তি আছেন। বর্তমানে যে পরিমাণ রোগী আসছে, করোনাকালে এর আগে এত রোগী পাইনি।

করোনা ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম বলেন, ‘ঢামেকে বর্তমানে কোনও বেড ফাঁকা নেই। কোনও রোগীর যদি ছুটি হয়, সেখানে গুরুতর অসুস্থদের ভর্তি দেওয়া হয়। আর যেসব রোগী করোনার উপসর্গ নিয়ে আসেন, তাদের মধ্যে যাদের বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব, তাদের পরীক্ষা- নিরীক্ষার পর ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।’

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যাত্রবাড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত
ঢাবির সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ