X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কঠোর লকডাউনেও থেমে নেই লাভ রোডের আড্ডা

রিয়াদ তালুকদার
২৭ জুলাই ২০২১, ২১:৩৭আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:২৯

কঠোর লকডাউনের মধ্যে রাজধানীর মিরপুর ২ নম্বরের লাভ রোডে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত চলছে জমজমাট আড্ডা। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান পরিচালিত হলেও থেমে নেই কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের আনাগোনা। মিরপুর উপ-পুলিশ কমিশনারের অফিসের পাশেই এমন চিত্র দেখা গেছে। এছাড়া কিশোর-তরুণ বয়সীদের উচ্চ সাউন্ডে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালানো যেন আশপাশের বাসিন্দাদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।’

মঙ্গলবার (২৭ জুলাই) মিরপুর ২ নম্বরের লাভ রোডসহ বেশ কয়েকটি রোডে সরেজমিন ঘুরে দেখা যায়, বিকালের পর থেকেই অনেকেই আড্ডা দিতে চলে আসছেন এই লাভ রোডসহ আশপাশের বেশ কয়েকটি রোডে। দলবেঁধে তরুণ-তরুণীরা ঘুরে বেড়াচ্ছেন, আড্ডা দিচ্ছেন। লকডাউন কিংবা করোনা ভীতি যেন তাদের মাঝে কোনও প্রভাব ফেলেনি। সময় যতই গড়াতে থাকে তাদের উপস্থিতি যেন বাড়তেই থাকে। চোখে পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও তৎপরতা। তবে স্থানীয়রা জানান, মাঝে মাঝে চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।  

লাভ রোডে আড্ডা স্থানীয় এক ভাড়াটিয়া সুলতান বলেন, ‘পাশেই মিরপুর উপ-পুলিশ কমিশনারের কার্যালয়। বেশ কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে এখানে অযথা আড্ডা দিতে আসা তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের বিষয়ে। সবচেয়ে বড় সমস্যা হলো, উচ্চস্বরে মোটরসাইকেল চালানো। এটা অসুস্থ রোগী যারা আছে, তাদের যন্ত্রণার কারণ হয়ে উঠছে। আমরা খুবই অতিষ্ঠ। এর প্রতিকার চাই।’

লাভ রোডের একটি ভবনের কেয়ারটেকারের সঙ্গে কথা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, ৯ বছর ধরে এলাকায় আছি। বিকালের পর থেকেই রাত অবধি এখানে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরা এসে আড্ডা দেয়, চিল্লাচিল্লি করে, হৈ হুল্লোড় করে। তাদের এ ধরনের আচরণে আমরা অতিষ্ঠ। আমাদের ভবন মালিক ছাড়াও আশপাশের কয়েকটি ভবনের মালিক এ পর্যন্ত কয়েকবার মিরপুর উপ-পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন এবং সে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু তারপর পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

লাভ রোডে আড্ডা চলমান লকডাউনেও আগের মতোই তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের আনাগোনা বিকালের পর থেকে বেড়ে যায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উচ্চস্বরে মোটরসাইকেল চালিয়ে যাতায়াত করা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ওপর আশপাশের ভবনের বাসিন্দারা চরম বিরক্ত। এ ব্যাপারে এখানে আসা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের কিছু বলতে গেলে উল্টো আমাদের বলে, আপনি আপনার কাজ করেন, ভেতরে গিয়ে থাকেন। এটা আপনার বাপ-দাদার সম্পত্তি না।’

তবে বিকালের পর স্থানীয় কয়েকজনকে মাইকিং করতে দেখা গেছে। যারা ঘুরতে বেরিয়েছেন তাদের বাসায় যাওয়ার অনুরোধ জানাচ্ছেন তারা। তবে তাদের উপস্থিতিতে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা জায়গা থেকে উঠে গেলেও কিছুক্ষণ পর আবার তাদের রাস্তার ধারে এসে বসে পড়তে দেখা যায়। মাইকিং করে চলে যাওয়ার পর আবার আগের মতোই চলে আড্ডা হৈ-হুল্লোড়।

লাভ রোডে আড্ডা লকডাউনের মধ্যেও এভাবে ঘুরতে আসছে মানুষ। এ বিষয়ে জানতে চাওয়া হলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। সব সময় ওখানে পুলিশ রাখা সম্ভব নয়। আমাদের অন্যান্য কাজ রয়েছে। তারপরও লকডাউনকে কেন্দ্র করে জনসচেতনতার জন্য মাঠে রয়েছি। কয়েকদিন আগেও সেখান থেকে  বেশ কয়েকজনকে ধরে এনে পরিবারের কাছে হস্তান্তর করেছি। সন্তানরা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এ ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।’

 

/আইএ/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া