X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় উপসর্গে মৃত্যু বেড়ে ৫২৭

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৬:২৪আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৪৫

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় চার নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় ২৭ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৭ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত নুর আলীর ছেলে সামছুর রহমান (৮৫), তালা উপজেলার মাগুরা গ্রামের সুপদ মন্ডলের স্ত্রী সেফালি মন্ডল (৮৫), একই উপজেলার গোয়ালপোতা গ্রামের মৃত চন্ডী চরনের স্ত্রী উমাতারা (৭০), একই উপজেলার ইসলামকাটি গ্রামের মুনসুর সরদারের মেয়ে সুমনা (১৫) এবং দেবহাটার বড়খান্ডা গ্রামের লক্ষ্মীকান্ত সরকারের স্ত্রী গঙ্গা সরকার (৫৩)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৮ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২৫টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৫৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৮৫ জন। জেলায় সুস্থ হয়েছেন চার হাজার ২১৭ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১৮৮ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে চার জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৬২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৫ জন। 

এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি চার জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২৭ জন।

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বিদ্যুতের তার ছিঁড়ে ৫ জন মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের ক্ষোভ
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি