X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘অপহরণের’ ৯ মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৮:০৫আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৮:৪৬

কুড়িগ্রামের উলিপুরে ‘অপহরণের’ প্রায় সাড়ে নয় মাস পর অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। নীলফামারী সদরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত যুবক রায়হান মিয়াকেও গ্রেফতার করা হয়।

বুধবার (২৮ জুলাই) সকালে তাদের কুড়িগ্রামে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উলিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল বাতেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপহৃত ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর উপজেলার বজরা ইউনিয়নের কালপানি বজরা এলাকা থেকে ওই কিশোরীকে ‘অপহরণ’ করে নিয়ে যায় একই এলাকার এমদাদুল হকের ছেলে রায়হান মিয়া (৩২)। পরে কিশোরীর বাবা গত ১২ নভেম্বর উলিপুর থানায় মামলা করেন।

রায়হান পলাতক থাকলেও এ ঘটনায় রায়হানের বাবা এমদাদুল ও ভাই আকরাম হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। আসামিরা জামিনে বেরিয়ে এলেও রায়হান ও কিশোরীকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। প্রায় সাড়ে নয় মাস পর প্রযুক্তির সহায়তায় রায়হানের মোবাইল নম্বর ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হয় পুলিশ। মঙ্গলবার নীলফামারীর পোস্ট অফিস মোড় এলাকা থেকে রায়হানকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, প্রযুক্তির সাহায্যে আমরা তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। নীলফামারী সদর থানা পুলিশের সহযোগিতায় রায়হানকে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে রায়হানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অসুস্থ থাকায় পুলিশ পাহারায় কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া