X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভেঙে পড়লো রিয়ালের রক্ষণ-দেয়াল!

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, ২১:৪০আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৪১

দেয়াল বলতে যা বোঝায়, রক্ষণভাগে তাই ছিলেন দুজন। কত সব জয়ের কারিগর তারা। ফুটবলে ডিফেন্ডারদের খুব একটা প্রশংসার জায়গা থাকে না, তবে সের্হিয়ো রামোস ও রাফায়েল ভারান একসঙ্গে মাঠে যা করেছেন, তা অনন্য। রিয়াল মাদ্রিদের ২০১৪ থেকে ২০১৮ সালে জেতা চার চ্যাম্পিয়নস লিগে রক্ষণভাগে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আগামী মৌসুম এই জুটিকে আর দেখা যাবে না একসঙ্গে। বলা ভালো, তাদের কাউকেই আর পাচ্ছে না রিয়াল!

সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে পাড়ি জমিয়েছেন রামোস। আর এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পথে ভারান। চুক্তির আনুষ্ঠানিকতা এখনও হয়নি। তবে ইংলিশ ক্লাবটি ঘোষণা দিয়েছে, ফরাসি ডিফেন্ডারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। মেডিক্যাল পর্ব শেষ হলেই ম্যানইউয়ের খেলোয়াড় হয়ে যাবেন ভারান।

তার মানে, গত এক দশক ধরে রক্ষণে দেয়াল হয়ে ছিলেন যারা, সেই রামোস ও ভারান দুজনকে একসঙ্গে বিদায় জানিয়ে দিলো রিয়াল। এ তো একরকম রক্ষণ-দেয়াল ভেঙে যাওয়াই! রামোস যখন পিএসজিতে পাড়ি দিলেন, তখন ভাবা হচ্ছিল লস ব্লাঙ্কোদের রক্ষণের নেতা হচ্ছেন এবার ভারান। কিন্তু গ্রীষ্মের দলবদলে ফরাসি তারকাও ছেড়ে যাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যু।

হ্যাঁ, রিয়াল ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ডেভিড আলাবাকে। এই অস্ট্রিয়ানের সঙ্গে এদের মিলিতাও হয়তো জুটি বাঁধছেন রক্ষণে। কিন্তু নতুন কোচ কার্লো আনচেলোত্তি দ্বিতীয় দফায় বার্নাব্যুতে ফেরার শুরুতে যে মোটেও স্বস্তিতে নেই, এ কথা বলে দেওয়াই যায়।

কেন? পরিসংখ্যানে চোখ দিন। রামোস ও ভারানের মতো পরীক্ষিত জুটি চলে যাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠা মোটেও সহজ কাজ নয়। তাছাড়া এই দুজন রক্ষণে থাকা মানে রিয়ালের সাফল্যের ভেলায় ভেসে যাওয়া। ২০১১ সালের নভেম্বরে তারা জুটি বাঁধার পর ২০১৮ সালে রিয়ালের চ্যাম্পিয়ন লিগ জেতা পর্যন্ত রামোস-ভারান জুটি একসঙ্গে কেবল একটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ হেরেছেন।

২-১ গোলে হারটি এসেছিল ২০১৭ সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে। যদিও প্রথম লেগ ৩-০ গোলে জেতায় ফাইনালে উঠতে কোনও সমস্যা হয়নি রিয়ালের। মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে লস ব্লাঙ্কোস যখন বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস ও টটেনহামের বিপক্ষে ভুগেছিল, তখন রামোস ও ভারান একসঙ্গে ছিলেন না রক্ষণে।

এই দুই ডিফেন্ডার একসঙ্গে খেলা ৪৪ চ্যাম্পিয়নস লিগে হেরেছেন মাত্র দুটিতে। জিতেছেন ৩১টিতে আর ড্র ১১ ম্যাচে। সেই জুটির আলাদা হয়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠবে কী, ভারানও বিদায় বলায় রক্ষণ-দেয়াল একেবারে ভেঙেই পড়লো রিয়ালের!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী