X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ৯ ওভারের ম্যাচটিও শেষ হলো না

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২১, ০১:০২আপডেট : ২৯ জুলাই ২০২১, ০১:০২

বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের পৌনে ৪ ঘণ্টা পর শুরু হলো খেলা। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি ম্যাচটির পরিধি কমে দাঁড়ায় ৯ ওভারে। তারপরও শেষ করা গেলো না ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্ট! ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষ হতে আবার বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয়েছে বার্বাডোসের ম্যাচটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের সেই উপলক্ষ ‘পানি’ করে দিয়েছে বৃষ্টি। বার্বাডোসের ম্যাচে ক্যারিবিয়ান একাদশের সম্মলিত ম্যাচ সংখ্যা ছিল ৫২১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একের পর এক সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ হতেই আবার নেমে পড়েছে পাকিস্তানের বিপক্ষে। কুড়ি ওভারের দুই শক্তিধর দলের লড়াই দেখার অপেক্ষা ছিল ক্রিকেট বিশ্বের। কিন্তু বৃষ্টি সেই উত্তেজনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে।

অনেক অপেক্ষার পর ৯ ওভারে নেমে এলেও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা ছিল। বিশেষ করে ক্যারিবিয়ানদের ব্যাটিং। যদিও তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এক কাইরন পোলার্ড ছাড়া সবাই ব্যর্থ। স্বাগতিক অধিনায়ক ৯ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ২২ রানে। ১১ বলে ১৩ রান করেছেন নিকোলাস পুরান।

পাকিস্তানের বোলারদের সামনে ব্যর্থতার মিছিলে হেঁটেছেন লেন্ডল সিমন্স (৯), এভিন লুইস (৬), ক্রিস গেইল (৭), আন্দ্রে রাসেল (৭) ও শিমরন হেটমায়ার (৫)। এরপরও নির্ধারিত ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্কোরে জমা করে পারে ৫ উইকেটে ৮৫ রান।

পাকিস্তানের হাসান আলী ২ ওভারে ১১ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অভিষিক্ত পেসার মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়