X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চীনে সরকার সমালোচক ধনকুবেরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০২১, ১৭:৪৫আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৪৫
image

চীনে সরকার সমালোচক ধনকুবের সান  দাওউকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ‘বিবাদ এবং সমস্যা সৃষ্টিতে উস্কানি দেওয়ার’ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সরকার সমালোচনাকারী বড় ব্যবসায়ীদের সাজার আওতায় আনার ধারাবাহিকতায় এই ব্যবসায়ীকে দণ্ডিত করা হয়েছে।

চীনের কৃষিখাতের সবচেয়ে বড় ব্যবসায়ী সান দাওউ। উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ী মানবাধিকার এবং স্পর্শকাতর রাজনৈতিক বিষয় নিয়ে সরকারের সমালোচনা করে থাকেন।

সান দাওউয়ের বিরুদ্ধে আনা ‘বিবাদ এবং সমস্যা সৃষ্টিতে উস্কানি দেওয়ার’ অভিযোগ প্রায়ই চীনের সরকার সমালোচকদের বিরুদ্ধে আনা হয়ে থাকে। এছাড়াও তাকে অবৈধভাবে কৃষিজমি দখল, সরকারি সংস্থায় হামলার উদ্দেশ্যে লোক জমায়েত করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে। তাকে ৩১ লাখ ইউয়ান জরিমানাও করা হয়েছে।

সান দাওউয়ের মালিকানাধীন প্রতিষ্ঠানে মাংস প্রক্রিয়াকরণ থেকে শুরু করে পোষা প্রাণীর খাবার এবং স্কুল কিংবা হাসপাতালের খাবারও সরবরাহ করে থাকে। এটি চীনের অন্যতম বড় কোম্পানি। গত বছর তাকে আটক করা হয়। তার সঙ্গে প্রায় ২০ জন আত্মীয় এবং ব্যবসায়ী সহযোগিকে আটক করা হয়। সরকার পরিচালিত প্রতিষ্ঠানের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাদের আটক করা হয়। ওই তিনি দাবি করেছিলেন, এই বিরোধের জেরে তার কয়েক ডজন কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন।

চীনের বেশ কিছু ভিন্নমতাবলম্বী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সানের যোগাযোগ রয়েছে। এছাড়া অতীতে সরকারের গ্রামীণ নীতির সমালোচনা করেছেন তিনি। ২০১৯ সালে আফ্রিকান ‘সোয়াইন ফ্লু’ মহামারি আড়াল করা নিয়ে খোলাখুলিভাবে চীন সরকারের সমালোচনা করেন তিনি। সেসময় মহামারিতে তার খামার ক্ষতিগ্রস্ত হয় এবং বিপর্যস্ত হয় চীনের পোল্ট্রি শিল্প।

২০০৩ সালে অবৈধভাবে তহবিল সংগ্রহের অভিযোগে একবার সান দাওউয়ের কারাদণ্ড হয়। দেশের জনগণ এবং আন্দোলন কর্মীদের দাবির মুখে ওই মামলা পরে বাতিল হয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা