X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টিন ছাড়া ৩ ভারতফেরতকে রাখায় শেল্টার হোমে ভাঙচুর

যশোর প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২০:৩৯আপডেট : ৩০ জুলাই ২০২১, ২২:৫৮

ঢাকা আহছানিয়া মিশনের যশোরের শেল্টার হোমে শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ভাঙচুর চালিয়েছে সেখানে থাকা মেয়েরা। মূলত বৃহস্পতিবার (২৯ জুলাই) ভারতফেরত তিন মেয়েকে কোয়ারেন্টিন ছাড়া সেখানে রাখায় এ ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছেন বিক্ষুব্ধরা।

তাদের দাবি, কোয়ারেন্টিন ছাড়া তাদের সরাসরি শেল্টার হোমে নিয়ে আসায় তারা করোনা ঝুঁকিতে পড়বেন। শেল্টার হোমের ব্যবস্থাপক শাহনাজ পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ‘গত রাতে যে তিন মেয়েকে হোমে পাঠানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে আজ তাদের কোয়ারেন্টিনে রাখতে গাজীর দরগাহ মাদ্রাসায় পাঠানো হচ্ছে।’

আগে থেকে আহছানিয়া মিশনের শেল্টার হোমে থাকা মিম, প্রিয়া প্রমুখ অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে যে চারজনকে নতুন আনা হয়েছে; তাদের কোয়ারেন্টিনে রাখা হয়নি। আমরা দরিদ্র পরিবারের সন্তান, দেখার কেউই নেই। যদি হোমে করোনা ছড়িয়ে যায়, তবে আমাদের কী হবে? আমরা চিকিৎসা পাবো না। সে কারণে বলেছি, হয় তাদের সরিয়ে অন্য স্থানে নিয়ে যাক, অথবা আমাদের সরিয়ে নেওয়া হোক। বিক্ষুব্ধ মেয়েরা হোমের জানালা, খাট, আলনা ইত্যাদি ভাঙচুর করেছে।’

জানতে চাইলে শেল্টার হোমের ব্যবস্থাপক শাহনাজ পারভীন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পরে চার মেয়েকে শেল্টার হোমে দিয়ে যায় রাইটস যশোর নামের একটি সংস্থা। মেয়েদের ভারত থেকে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে একজন কোয়ারেন্টিন শেষ করা এবং অপর তিনজন গতকাল দেশে ফিরেছেন। বিষয়টি নিয়ে হোমে থাকা অন্য মেয়েদের মাঝে ভীতি ছড়ায়; এরপর তারা ওই তিনজনকে অন্যত্র পাঠাতে কিংবা তাদের অন্য স্থানে রাখার দাবি জানায়। একপর্যায়ে শুক্রবার দুপুরে হোমে ভাঙচুর চালায়।’

কোয়ারেন্টিন ছাড়া তাদের কেন হোমে রাখা হলো- জবাবে শাহনাজ পারভীন বলেন, ‘রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেছেন, তাদের নেগেটিভ রিপোর্ট আছে। তাছাড়া জেলা প্রশাসনের অনুমতিও রয়েছে।’

যোগাযোগ করা হলে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ‘চার মেয়ের মধ্যে একজন ইতোমধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করেছে। অন্যদের রিপোর্ট নেগেটিভ।’

কোয়ারেন্টিন ছাড়া তাদের শেল্টার হোমে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত থেকে ফেরতের পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা ব্যয়সাপেক্ষ বিষয়। তাছাড়া লকডাউন উঠে গেলে তাদের কী হবে, সেই চিন্তা থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের সেখানে রাখা হয়েছে।’

এ বিষয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ‘সেন্টারে যারা রয়েছেন, তারা সবাই তো ভিকটিম। যারা গতরাতে এসেছেন তারাও ভিকটিম। রাইটস যশোরের আবেদনের প্রেক্ষিতে আমরা সেখানে নতুন তিনজনকে আলাদা থাকার ব্যবস্থা করতে বলি। ঘটনা শুনে সেখানে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল যারা (ভারতফেরত) হোমে ছিলেন, তাদের মধ্যে তিনজনকে গাজীর দরগাহে আমাদের কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা