X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিএএ বাস্তবায়নে বিলম্বে হতাশ উদ্বাস্তু-মতুয়ারা

কলকাতা প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২৩:৪৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২৪
image

ভারত জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন আরও ছয় মাস পিছিয়ে গেছে। দেড়বছর আগে সিএএ আইন তৈরি হলেও এ সংক্রান্ত নিয়ম-নীতি এখনও ঠিক হয়নি। তার জন্য আরও ছয় মাস সময় চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গগৈ-এর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান আইনটির নিয়ম-নীতি ঠিক করার জন্য লোকসভা এবং রাজ্যসভার কমিটির কাছে ২০২২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

গত দেড় বছর ধরে বার বার সময়সীমা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের উদ্বাস্তু-মতুয়া সম্প্রদায়ের মানুষরা। এভাবে চলতে থাকলে ২০২৪ এর লোকসভা ভোটের আগে সিএএ চালু না হলে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু ও মতুয়া ভোট বিজেপির হাতছাড়া হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বনঁগা লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর প্রশ্ন তুলে বলেছেন, ‘বিজেপি কেন সিএএ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তা ব্যাখ্যা করা উচিত। আর মতুয়ারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক।’

সিএএ চালু না হলে তার প্রভাব ২০২৪ লোকসভার ভোটে পড়বে বলেই মনে করেন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘অবশ্যই এর প্রভাব ভোটে পড়বে। গত লোকসভা ভোট শুধু নয়, একুশের ভোটেও উত্তর ২৪ পরগণা এবং নদীয়া জেলায় মতুয়া এবং উদ্বাস্তুরা বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছেন। তারা বিশ্বাস করেন বিজেপি সিএএ বাস্তবায়ন করবেই। আমিও তাই মনে করি।’

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্য বলেন, ‘বার বার এই সময়সীমা পিছিয়ে যাওয়ায় হতাশ হচ্ছেন আমাদের সম্প্রদায়ের মানুষরা। তারা বিভিন্ন কথা বলছেন। আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরই এই আইন চালু হয়ে যাবে। গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের তীর্থস্থান বাংলাদেশের ওড়াকান্দিতে যাওয়ায় আমরা আরও আশাবাদী হয়ে পড়েছিলাম। মতুয়ারা প্রশ্ন করছেন, করোনা কারণেই যদি হয় তাহলে সংসদ অধিবেশন হচ্ছে, বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে, অন্য আইন প্রণয়ন হচ্ছে কিন্তু সিএএ কেন লাল ফিতার ফাঁসে আটকে যাচ্ছে? এর কোনও উত্তর আমরা দিতে পারছি না।’

মহিতোষ বৈদ্য আরও বলেন, ‘আমি যা শুনছি তা হলো, নিয়ম তৈরি হয়ে গেলে এবং অফিসিয়াল কাজ শুরু হওয়ার পরে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে পিতামাতার এবং নিজের নথির মাধ্যমে। কিন্তু আমাদের দাবি পরিষ্কার। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই।’

শিক্ষাবিদ ড.অচিন্ত্য বিশ্বাসের মতে, ‘সিএএ চালু না হওয়া মতুয়াদের মধ্যে হতাশা আসাটা স্বাভাবিক। এটা সবদিক গুছিয়ে কেন্দ্রীয় সরকারের দ্রুত চালু করা উচিত। এটা না হলে মতুয়া সহ উদ্বাস্তুরা ব্যাপক আশাহত হয়ে পড়বেন বিজেপির প্রতি।’

বিজেপি তপশিলি মোর্চার নদীয়া জেলার সভাপতি অনুপ কুমার মন্ডলের সাফ কথা, ‘পূর্ববঙ্গ থেকে আসা তপশিলি সম্প্রদায়ের মানুষদের মধ্যে অবশ্যই ক্ষোভ আছে। এটা তাড়াতাড়ি চালু হোক। আর তা না হলে বিজেপির ভোটের ফল আরও খারাপ হবে। আগামী দিনে মানুষ এটাকে ভালোভাবে নেবে না।’

ঠাকুর পরিবাদের সদস্য তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘ভোটের আগে বলা হয়েছিল ৬ মাস পরে হবে তাতে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু আবার ৬ মাস পিছিয়ে গেল, করোনা আবহের কারণে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই দ্রুত সিএএ-কে চালু করা হোক।’

/জেজে/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা