X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের সবাই নেগেটিভ, কাল থেকে অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৫:৫৭আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:৫৭

তিন দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে আজ (শনিবার)। রবিবার থেকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল অনুশীলনে ফিরছে। তার আগে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষায় যেতে হয়েছিল। সুখবর হচ্ছে, দুই দলের সবাই করোনা নেগেটিভ হয়ে রবিবার থেকে অনুশীলনে নামতে পারছেন। বিসিবির মেডিক্যাল বিভাগ খবরটি নিশ্চিত করেছে।

রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মিরপুর হোম অব ক্রিকেটে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করবে অস্ট্রেলিয়া। পরদিন অনুশীলন করে ৩ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য আলাদা করে দল ঘোষণা করেনি বাংলাদেশ। জিম্বাবুয়েতে খেলা দলটাই খেলবে অস্ট্রেলিয়া সিরিজে। বৃহস্পতিবার দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায় মাহমুদউল্লাহরা। অস্ট্রেলিয়ার কঠিন শর্তের কারণে সিরিজটি খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। অন্যদিকে ইনজুরিতে নেই তামিম ইকবাল। সব মিলিয়ে তাই গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

এদিকে অনেক তারকা খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। আর সর্বশেষ ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জশ হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই