X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল ভবন থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ১৯:৪৯আপডেট : ৩১ জুলাই ২০২১, ২০:২০

হাসপাতালের দ্বিতীয়তলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এক নারী রোগী। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে তিনি পায়ে আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম।

তিনি জানান, ওই রোগীর বাড়ি হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামে। করোনা আক্রান্ত হয়ে তিনি গত ২২ জুলাই হাসপাতালে ভর্তি হন। তার মানসিক সমস্যা থাকতে পারে।

তার স্বজনরা জানান, গত ১১ দিন ধরে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাসপাতালের করিডোরের দ্বিতীয়তলা থেকে এক নারী হঠাৎ নিচে লাফিয়ে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘সন্ধ্যার আগে এক নারী রোগী হাসপাতালের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার পা ভেঙে গেছে। বর্তমানে ওই নারী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।’

চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার রায়হান মো. ওমর ফারুক রূপক বলেন, ‘আমিও প্রথমে কিছুই বুঝতে পারিনি। রোগী দেখার ফাঁকে জানতে পারি, এক নারী রোগী দ্বিতীয়তলা থেকে লাফ দিয়েছেন। তবে সে করোনা পজিটিভ রোগী। আমি যতটুকু জানি, সে করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে করোনার তো বিভিন্ন ইফেক্ট থাকতে পারে। হয়তোবা এর থেকেও মানসিকতার কারণে এমনটা করতে পারেন। আমি তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালে ভর্তি দিয়েছি। রোববার (১ আগস্ট) হয়তো অর্থপেডিক চিকিৎসকরা চিকিৎসা সেবা দেবেন।’

 

/এফআর/
সম্পর্কিত
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া