X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১৭:২৩আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৭:২৮

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. পারভেজ (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আবাদার সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ একই উপজেলার হয়দেবপুুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন কালুর ছেলে। 

র‌্যাব-১ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে র‌্যাবের একটি টহল টিম আবাদার সাতচুঙ্গী এলাকায় যায়। এ সময় র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই যুবক আহত হন। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যান। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এএসপি মুশফিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি তাজা বুলেট পাওয়া গেছে। নিহতের লাশ শ্রীপুর থানা পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি কমপক্ষে ২০টি মামলায় অভিযুক্ত।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুর থানায় পারভেজের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ সাতটি মামলা ও একাধিক ওয়ারেন্ট রয়েছে।

নিহত পারভেজের শ্বশুর আফাজ উদ্দিন জানান, তিনি সপরিবারে একই উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। তারা লোকমুখে শুনেছেন, ৩০ জুলাই রাতে তাকে গলদাপাড়া থেকে কে বা কারা ধরে নিয়ে গেছে। এরপর শনিবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের খবর পান।

/এসএইচ/
সম্পর্কিত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা