X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ইতিহাস-পরিসংখ্যানে আগ্রহ নেই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৭:৪১আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৮:২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমনিতেই কম খেলার সুযোগ পায় বাংলাদেশ। সব মিলিয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ সবকটিই হেরেছে। যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পুরনো পরিসংখ্যান কিংবা অস্ট্রেলিয়ার ইতিহাস নিয়ে চিন্তিত নন। তার ভাবনা জুড়ে শুধুই সামনের সিরিজ। আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাস কতটা সমৃদ্ধ। তবে এখন যারা খেলতে এসেছে, তাদের নিয়েই ভাবতে হবে। সিরিজ জয় অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা সেটা নিয়েই কাজ করছি। আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং সিরিজটি আত্মবিশ্বাস নিয়ে জিততে হবে। আমরা জানি আমরা করতে পারবো। মূল কাজে স্থির থাকতে হবে, অস্ট্রেলিয়াকে চাপে রেখেই হারাতে হবে। আমি মনে করি না, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের কথা মনে রেখে এখানে কেউ খেলবে। মানসিকভাবে এমনটা কেউ চিন্তা করে না।’ 

বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। আর সর্বশেষ ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেরা পারফর্মাররা না থাকায় বাংলাদেশের জন্য দারুণ সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘অবশ্যই তারাও তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করবে, তারা হয়তো বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। আমাদের এই সুযোগটি নেওয়ার চেষ্টা করতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে দুই দিক থেকে দেখছেন ডমিঙ্গো, ‘প্রথমত, আমরা এই সিরিজ থেকে আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের হাতে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। সে সব তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে তাদের উন্নতি যাচাই করে নেওয়া। সব মিলিয়ে আমরা আশা করি আমাদের সেরা কম্বিনেশনই খুঁজে পাবো। দ্বিতীয়ত, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে সচরাচর খেলার সুযোগ পাই না। এই কারণে তাদের বিপক্ষে আগ্রাসন দেখিয়ে সিরিজ জেতার লক্ষ্য। সব মিলিয়ে আমরা এখানে ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও যোগ করেছেন বাংলাদেশ কোচ, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ খুব বেশি সিরিজ খেলেনি। দলে থাকা অনেক ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতাও নেই। সিরিজ জিতবো নাকি হারবো, সেটি পরের ব্যাপার। আমরা কেবল অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চাই।’

 /আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক