X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর ৬৫% নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৩:১৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩:২২

রাজধানীর ৬৫ শতাংশ নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায় বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বাকি ২০ শতাংশ লার্ভা ঢাকা ওয়াসার পানির মিটারের নিচে থাকে। বাকিগুলো নগরীর বিভিন্ন বাসাবাড়ি, টায়ার, টিউব, ডাবের খোসা, ফুলের টব ও ছাদ বাগানসহ অন্যান্য স্থানে থাকে বলেও জানান তিনি।

সোমবার (২ আগস্ট) মিরপুর-১ নম্বর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়াবিরোধী এক অভিযানের সময় তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, করোনার মধ্যে ডেঙ্গু হানা দিয়েছে। আমি বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং সেসব এলাকার কাউন্সিলর ও সংসদ সদস্যদেরকে এ অভিযানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। আমরা প্রতি শনিবার ১০টায় ১০ মিনিট নিজের বাসা নিজ হাতে পরিষ্কার করব।

মেয়র বলেন, আমাদের অঞ্চল-২ এ ৮টি ওয়ার্ড রয়েছে। এখান থেকে যাওয়ার পরে প্রত্যেক কাউন্সিলর তার নিজ নিজ এলাকায় কাউন্সেলিং করবেন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি নগরীর ৬৫ শতাংশ লার্ভা নির্মাণাধীন ভবনে পাওয়া যাচ্ছে। আর ২০ শতাংশ লার্ভা পাওয়া যাচ্ছে ওয়াসার যেখানে মিটার রয়েছে সেখানে। বাকি লার্ভাগুলো মানুষের বাসাবাড়িসহ অন্যান্য স্থানে পাওয়া যাচ্ছে।

মেয়র বলেন, মরার উপর খাড়ার ঘা ডেঙ্গু। তার থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশন থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কোন বাড়ির ছাদ কিংবা বেলকনিতে যাওয়ার অধিকার আমাদের নেই। আমরা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসেছি।

তিনি বলেন, গত ২৭ জুলাই থেকে আমরা আবার কাজ শুরু করেছি। এতে ৫০৮টি স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে। নিয়মিত মামলা করা হয়েছে ২০টি। জরিমানা করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এসময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২ এক লাখ টাকা ও অনাদায়ে ৬ মাসের জরিমানা করা হয়।

/এসএস/এমএস/
সম্পর্কিত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা