X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সন্তানের জন্য মিডিয়া ছাড়ার প্রতিজ্ঞা করেছিলেন আমব্রিন!‌

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৩:২৬আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৪৭

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন আমব্রিনা সারজিন আমব্রিন।

ওই আয়োজনে সেরা দশে ছিলেন তিনি। এরপর নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়েন তিনি। বিশেষ করে সঞ্চালনায় নিজের আলাদা জায়গা তৈরি করে নেন। 

এরপর বিয়ে করে কানাডা প্রবাসী হন। অন্য প্রবাসী তারকারা যেখানে নানাভাবে শোবিজে যুক্ত থেকেছেন, আমব্রিন সেখানে ব্যতিক্রম। তাকে আর পাওয়া যায়নি কোনও কাজে। 

এবার জানা গেলো কেন তিনি মিডিয়া থেকে দূরে আছেন? জানালেন, সন্তান আমায়া চৌধুরীর জন্যই তার এই নিভৃতচারণ।

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন আমব্রিন। সেখানে দেখা যায়, মাথায় হিজাব পরে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ এ পরীকে আমাকে দিয়েছেন। সে-ই আমাকের আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ করে দিলো।’

বিস্তারিত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মেয়ের বয়স যখন মাত্র একদিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। তখন আমি আল্লাহর কাছে আবেদন করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে আমি তার জীবন চেয়েছিলাম; এর প্রেক্ষিতে আমি মিডিয়া ও আমার কাজ ছেড়ে দিতে চেয়েছি। পাশাপাশি শপথ করেছিলাম, হিজাব পরার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। আমি এখন মেয়ের দিকে তাকালে সে কথাই মনে পড়ে। আমার নতুন এ জীবনে আমি সত্যিই ভালো আছি।

বিপিএলের মাঠে আমব্রিন

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। এরপর থেকে তারা সে দেশেই বাস করছেন। ২০১৮ সালের ২৩ জুন কন্যাসন্তানের মা হন আমব্রিন। মেয়ের পুরো নাম তাহজিব আমায়া চৌধুরী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!