X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় আজও ঢাকামুখী যাত্রীর ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ১৬:২৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:২৭

বিধিনিষেধ উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আজও ঢাকামুখী যাত্রীরা ভিড় করছেন। কারখানা খোলার ঘোষণায় কর্মস্থলে যোগ দিতে ছুটে আসছেন দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া ফেরিতে অন্য সব যান ও যাত্রী পারাপার নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। 

সোমবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়টি ফেরি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে এসেছে, প্রত্যেকটিতে অল্প যানবাহন আর বাকি স্থানে যাত্রীতে ভরা ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার কথা থাকলেও, তা মানার বালাই নেই।

কর্মস্থলে ফেরার জন্য যে যে ভাবে পারছে, সেভাবে আপ্রাণ চেষ্টা করছেন। গন্তব্যে ফিরতে অতিরিক্ত কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।

গাড়ির চেয়ে বেশি যাত্রী পার হচ্ছে ফেরিতে

দৌলতদিয়া থেকে পার হয়ে আসা মাগুরার রিয়াদ মাহমুদ বলেন, তিনি কাজ করেন গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায়। বাড়ি থেকে ভোরে রওনা দিয়েছেন। অনেক কষ্ট ভেঙে ভেঙে ঘাটে আসেন। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। পাটুরিয়া ঘাটে এসে যানবাহনের সঙ্কট। গাজীপুর পর্যন্ত ২০০ টাকার ভাড়া এক হাজার ২০০ টাকা দিতে হয়েছে।

পাটুরিয়া ঘাটে আলমগীর হোসেন নামের এক ভাড়ায়চালিত প্রাইভেটকারচালক বলেন, ঘাটে তেমন গাড়ি নেই। সেজন্য এখন প্রচুর চাহিদা। এ কারণে ভাড়াটাও একটু বেশি নিচ্ছি। ভাড়া বেশি না নিলে লোকসান হয়ে যাবে। কারণ রাস্তায় বিভিন্ন জায়গা ম্যানেজ করে চলতে হয়। 

পাটুরিয়া থেকে গাবতলী পর্যন্ত কত টাকা ভাড়া নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, গাবতলী পর্যন্ত প্রতি যাত্রীর জন্য ৭০০ টাকা ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য আটটি ফেরি নিয়োজিত আছে। যেহেতু পোশাক কারখানা খোলা, সেজন্য বেশি সংখ্যক যাত্রী ফেরিতে উঠছেন। বাধ্য হয়ে যানবাহনের পাশাপাশি যাত্রীও পারাপার করছেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা