X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘চসিকের প্রতি ওয়ার্ডে প্রতিদিন দেওয়া হবে ৬০০ টিকা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২১, ২১:৩৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৩৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে তিনটি বুথ স্থাপন করে প্রতিদিন ৬০০ করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। 

রবিবার (০২ আগস্ট) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত মডার্না টিকা গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেয়র রেজাউল করিম বলেন, ‘প্রতি ওয়ার্ডে তিনটি বুথে প্রতিদিন ২০০ করে কমপক্ষে ৬০০ টিকা দেওয়া হবে। প্রতি বুথে দুজন প্রশিক্ষিত টিকা প্রদানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক থাকবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সিনিয়র সিটিজেন, নিবন্ধনকৃত নাগরিক, আবেদনকৃত নাগরিক ও কাউন্সিলরদের কাছে নিবন্ধনের জন্য আবেদনকারীরা টিকা গ্রহণ করতে পারবেন। সোমবার থেকে নিজ ওয়ার্ডের কাউন্সিলরের কাছে সরবরাহকৃত ফরমে যে কেউ টিকার জন্য আবেদন করতে পারবেন।’

তিনি বলেন, ‘সামর্থ্য ও সক্ষমতার সর্বশক্তি দিয়ে করোনা সংক্রমণ রোধে টিকাকে সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছে সরকার। নগরীতে টিকা নেওয়ার যোগ্য ১৮ বছরের ঊর্ধ্বের কেউ বাদ পড়বে না।’ 

কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, ‘টিকা কার্যক্রমে কাউন্সিলরদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ তারা এলাকাবাসীর ভালো-মন্দ ও সুবিধা-অসুবিধার সঙ্গে সরাসরি যুক্ত। টিকা ক্যাম্পেইন কার্যক্রম সেবা প্রদানের ক্ষেত্রে তাদের জন্য বড় ধরনের সুযোগ। তারা এলাকাবাসীর ভোটে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এই কাজটি ভালোভাবে সম্পাদন করতে পারলে মানুষের বিশ্বাস ও আস্থাভাজন হতে পারবেন।’ 

স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। সভায় ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা