X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের 'বিশ্বকাপ' শুরু তো আজ থেকেই!

রবিউল ইসলাম
০৩ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:০০

কুড়ি ওভারের ক্রিকেটে দুই দল খুব বেশি মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি। সবমিলিয়ে চারবার তারা একে অপরের মুখোমুখি হয়েছে। সেগুলো আবার কোন দ্বি-পাক্ষিক সিরিজে নয়, কেবলই বিশ্বকাপে। এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। সবকিছু মিলিয়ে বহুল প্রতীক্ষিত ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে আজ থেকে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসে।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের শেষবার দেখা হয়েছিল পাঁচ বছরেরও বেশি সময় আগে। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা। যেখানে নেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার। তামিম, মুশফিক ও লিটনকে হারিয়ে তাই কিছুটা হলেও খর্বশক্তির দলে পরিণত হয়েছে বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ারও একই দশা। মূল দল আসেনি বাংলাদেশ সফরে। রিলে মেরিডিথ আর অ্যারন ফিঞ্চ ছিটকে গেছেন ইনজুরিতে। আগে থেকেই ছিলেন না স্টিভেন স্মিথ। এছাড়া ব্যক্তিগত কার’ণে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে দু'দলই সেরা ক্রিকেটারদের হারিয়ে কিছুটা খর্বশক্তির। যদিও তাদের লক্ষ্য কিন্তু অভিন্ন! এই সিরিজ দিয়েই বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাচ্ছে। সোমবারের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেছেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা বড় সুযোগ স্কিল দেখানোর। এই সিরিজটি জিততে পারলে আমাদের মনোবল আরও বাড়িয়ে দেবে। অন্যতম সেরা দলকে হারাতে প্রথম বল থেকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

এদিকে বিশ্বকাপের আগে শেষ টি টোয়েন্টি সিরিজ বলেই জয়কে ছাপিয়ে সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’

অনুশীলনে অস্ট্রেলিয়া

দুই দলের ভাবনাতে বিশ্বকাপ প্রস্তুতির মহড়া হলেও সিরিজ জিততে মরিয়া প্রত্যেকেই। ম্যাচের আগের দুইদিনের অনুশীলনেই সেটিই ফুটে উঠেছে। বাংলাদেশ দলতো পাওয়ার হিটিং দিয়েই প্রস্তুতি সারলো। এমনকি স্বাগতিক ব্যাটসম্যানরা নেটেও ম্যাচের মুহূর্তে তৈরি করে অনুশীলন করেছে। শেষ বলে প্রয়োজন তিন রান। স্ট্রাইকে সাকিব। বোলার শরিফুল ইসলাম, ওয়াইড ইয়র্কারের ফিল্ডিং সাজিয়ে বল করলেন। সাকিব ব্যাট চালিয়ে ম্যাচ জিতে নিলেন। এভাবেই ছোট ছোট মুহূর্ত তৈরি করে অনুশীলন করেছে বাংলাদেশ। লক্ষ্য একটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজে তাদের চমকে দেওয়া।

তবে শুধু ব্যাটসম্যানরা নয়, প্রস্তুতিতে বোলাররাও নিজেদের নিংড়ে দিয়েছেন। বল হাতে হাত ঘুরিয়েছেন নাসুম আহমেদ-তাইজুল ইসলামরা। ব্যাটিং শেষে আফিফও নিজের বোলিংকে পরখ করেছেন। তবে স্বস্তির বিষয় হলো মোস্তাফিজের সদর্পে বোলিং করা। প্রথমে ছোট রান-আপে বোলিং করে গেলেও ধীরে ধীরে লম্বা হয় রান-আপ। বাড়তে থাকে বলের গতি। শুরুতেই বোলিং করেছিলেন শরিফুল ইসলাম। এরপর তাসকিন আহমেদ-রুবেল হোসেনরা গতির ঝড় তোলেন। সবমিলিয়ে আসল লড়াই শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হয়েছে।

দলে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটার না থাকলেও মাহমুদউল্লাহর পূর্ণ আস্থা রয়েছে তরুণদের উপর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলে গেছেন, ‘সবার প্রতিই আমাদের আস্থা রাখতে হবে। একটি দল হয়ে আমাদের খেলতে হবে। দল হিসেবে খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফল করা সম্ভব।’

তবে বাড়তি চাপ নিচ্ছেন না মাহমুদউল্লাহ, তার কথায়, ‘আমার মনে হয় যদি আমরা অতিরিক্তি চাপ নিয়ে ফেলি, তাহলে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। আমার মনে হয় আমাদের মাইন্ডসেট একটু ক্লিয়ার রেখে খেলা উচিত। যখন যে চ্যালেঞ্জগুলো আসবে, ওইগুলো আমার ক্লিয়ার করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আমরা যে ধরনের ছন্দে আছি, আশা করি কালকে একটা ভালো ম্যাচ দিয়ে আমরা সিরিজ শুরু করতে পারবো।’

মিরপুরের উইকেট সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। অস্ট্রেলিয়ার সঙ্গে তাই কিছুটা স্লো উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়ে সিরিজে বিশেষজ্ঞ তিন পেসারের সঙ্গে বাড়তি সৌম্যকে বোলিং করতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে হয়তো একজন পেসার কমিয়ে বাড়তি একজন স্পিনার খেলানোর সম্ভাবনা প্রকট। যদিও সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেননি মাহমুদউল্লাহ। তবে যারাই খেলুক, যেমন উইকেটেই খেলা হোক মাহমুদউল্লাহর এক কথা, ‘দল হিসেবে ঝাঁপিয়ে পড়ো।’

/আরআই/ইউএস/ 
সম্পর্কিত
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
তামিম-ঈমনের হাফসেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়
১২.৩ ওভারেই জিতে গেলো আবাহনী
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়