X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ১৯০ মিলিমিটার বৃষ্টি, ডুবে গেছে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২১, ১৪:৫৭আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৪:৫৭

ফের বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। সোমবার (২ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (৩ আগস্ট) পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে মঙ্গলবার সকালে নগরীর মুরাদপুর, ২নং গেট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, চকবাজার, বাদুরতলা, হালিশহর, বহদ্দারহাট, আগ্রাবাদ কে ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠেছে এসব এলাকার কিছু কিছু জায়গায়। তবে মুরাদপুর, চকবাজার ও হালিশহর এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর মা ও শিশু হাসপাতালেও পানি উঠেছে। মঙ্গলবার সকালের বৃষ্টিতে হাসপাতালের নিচ তলায় পানি ঢুকে পড়ে।

জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামীরা

এদিকে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যাংকগামী মানুষ ও পোশাক শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে সড়কে রিকশা চলাচলও কমে যায়। ফলে অনেকে সকালে হেঁটে অফিস পৌঁছেছেন।

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আবু আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, মুরাদপুর এলাকায় হাঁটু পানি জমেছে। জলাবদ্ধতার কারণে সড়কে রিকশা চলাচলও কমে গেছে। তাই অনেক কষ্ট করে অফিসে এসেছি।

একই অবস্থা আগ্রাবাদ সিডিএ এলাকার। ওই এলাকার বাসিন্দা আবু বকর বলেন, বৃষ্টিতে হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে দুপুরের দিকে বৃষ্টি বন্ধ থাকায় এখন এলাকার সড়ক থেকে পানি সরে গেছে।

এদিকে আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শেখ হারুন অর রশিদ। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় নগরীর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নদী বন্দরগুলোকে এক নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরের জন্য কোনও সংকেত দেখাতে বলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, হতে পারে আগামীকালও
রাজধানীতে বৃষ্টি: কোথাও হালকা, কোথাও ভারী
বৃষ্টি হতে পারে দুই দিন, সঙ্গে বাড়বে তাপমাত্রা
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই