X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে শনাক্তের হার ৬০. ৮৫ শতাংশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৬:৫৭আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৬:৫৭

মানিকগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩২৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘নতুন শনাক্ত ১৯৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৯২ জন, সাটুরিয়ার ৩১ জন, ঘিওরের ৩১ জন, শিবালয়ের ২০ জন, দৌলতপুরের ১২ জন, হরিরামপুরের ১০ জন ও সিংগাইর উপজেলার তিন জন রয়েছেন।’

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৯৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬০৫ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ২৬৫ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ৮৪ জন মারা গেছেন।

এদিকে, জেলায় করোনা পরিস্থিতির অবনতির মুখে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পুরোটাই কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আজ  (মঙ্গলবার) থেকে ১০০ শয্যার পরিবর্তে ২৫০ শয্যা হবে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতাল। সোমবার দুপুরে মানিকগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক জরুরি মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ জানান, জেলার করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আগে ১০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা দিয়ে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হতো। গত এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা দুই শ’র উপরে। করোনা রোগীর চাপে ২৫০ শয্যা হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। এখন থেকে নন কোভিড রোগীদের আর এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে না। তাদের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরে চিকিৎসা দেওয়া হবে। গাইনি রোগীদের চিকিৎসা ও ভর্তি করা হবে জেলা শহরের মা ও শিশু হাসপাতালে। এছাড়া সার্জিক্যাল রোগীদের বেসরকারি  মুন্নু মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হবে। 

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন– পুলিশ সুপার  মুহাম্মদ গোলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী,  অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে, সভায় করোনা চিকিৎসায় সহায়তা হিসেবে জেলা পরিষদের পক্ষ  থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন দুই লাখ টাকার আর্থিক অনুদানের একটি চেক হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে।

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা