X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৭:২৫আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৪২

বরিশালের আগৈলঝাড়ায় যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রবিবার (১ আগস্ট) উপজেলার দক্ষিণ বাগধা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তিতেও বাধা দেওয়া হয়। পরে সোমবার (২ আগস্ট) বিকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূর ভগ্নিপতি জানান, রবিবার বিকালে স্বরূপকাঠির কাটাখালী থেকে তার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূসহ আরও কয়েকজন আত্মীয়। প্রতিবেশী কাশেম খানের সঙ্গে যাতায়াতের পথ নিয়ে ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ দিন বাড়ির পাশ দিয়ে তাদের বাড়িতে প্রবেশের সময় কাশেমের স্ত্রী রেখা বেগম ও ছেলে ইলিয়াস খান গৃহবধূসহ অন্যদের পথরোধ করে। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা গৃহবধূকে মারধর শুরু করে। 

তিনি আরও জানান, ইলিয়াসের পরিবারের লোকজন গৃহবধূকে প্রথমে রশি ও পরে লোহার শিকল দিয়ে বাড়ির আমড়াগাছে বেঁধে রাখে। মারধরের সময় পরনের কাপড় ছিঁড়ে গেলে প্রায় বিবস্ত্র অবস্থায় মোবাইল ফোনে তার ছবি তোলে ইলিয়াসের ছেলে আহাদ। উদ্ধার করতে গেলে তার বোন-ভাইকেও মারধর করা হয়।

গৃহবধূর চিৎকারে গ্রাম পুলিশ সদস্য পরেশ দাস, স্থানীয় আবুল কালাম সরদার ও আব্দুল হক ঢালী এগিয়ে এলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ইলিয়াস। পরে হাসপাতালে নিতেও বাধা দেয় তারা। পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীর ভগ্নিপতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আল আমিন হোসাইন জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।

অভিযুক্ত ইলিয়াসের বড় ভাই সিরাজ খান নির্যাতনের ঘটনা স্বীকার করে বলেন, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী গৃহবধূর ভগ্নিপতির সঙ্গে ইলিয়াসের বিরোধ চলছিল। রবিবার ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের পরিবারের লোকজনের সঙ্গে ইলিয়াসদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই গৃহবধূকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

এদিকে, গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। 

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, উভয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, শিকলে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের খবর পেয়ে উপ-পরিদর্শক মনির হোসেনকে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে পাঠানো হয়। ভুক্তভোগী গৃহবধূর পরিবার এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা