X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় ঢাবি দল চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৮:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:১৬

দেশের প্রথম জিএনওবিবি জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের দল। রানার আপ হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, গত ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত  অনুষ্ঠিত এই কুইজ চ্যালেঞ্জের উদ্যোক্তা জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস-জিএনওবিবি। শিক্ষার্থীদের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল।

প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। কুইজ মাস্টার হিসেবে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষক ড. সাবরিনা মরিয়ম ইলিয়াস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরনবী আজাদ জুয়েল। ফাইনাল রাউন্ডের বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অণুজীববিজ্ঞানী ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন, বিশিষ্ট বিজ্ঞানী ড. শাহ মোহাম্মদ ফারুক। আরও বক্তব্য রাখেন— জিএনওবিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা সেরাজ, সাধারণ সম্পাদক ও আইসিডিডিআরবির বিজ্ঞানী  ড. আসাদুল গনি,  এনওয়াইবিবি’র সভাপতি মাহমুদা কবির শাওন।

এই কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য  বিজ্ঞানচর্চা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিল্প ও গবেষণার উন্নত ক্ষেত্র তৈরিতে দেশের তরুণ মেধাশক্তিকে অনুপ্রাণিত করা। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল নেটয়ার্ক অব ইয়ং বায়টেকনলজিস্ট বাংলাদেশ (এনওয়াইবিবি)। প্রতিযোগিতায় কমিউনিটি পার্টনার ছিল ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি, আইইউবি লাইফ সায়েন্স ক্লাব, খুলনা ইউনিভার্সিটি হেলিক্স, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ইউএসটিসি বিবিটেক সায়েন্স ক্লাব, নোবিপ্রবি সায়েন্স ক্লাব, বমেশুপ্রবি সায়েন্স ক্লাব।

 

 

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা