X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৪:৫৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৫:০৬

ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে। পায়ে হেঁটে মানুষজন যেমন প্রবেশ করছে, তেমনি বিভিন্ন যানবাহনেও প্রবেশ করছে মানুষ। কর্মস্থলে যোগ দেওয়া, টিকা নেওয়া, চিকিৎসার জন্য বেশি মানুষ প্রবেশ করছেন।

গার্মেন্টস খুলে দেওয়ায় জীবিকার টানে কর্মস্থলে ফিরতে বেশির ভাগ মানুষ ঢাকায় আসছেন এখনও। যানবাহনগুলো চেকপোস্টে তল্লাশি করা হলেও পায়ে হেঁটে মানুষ প্রবেশ করছেন বিনা বাধায়।

নারায়ণগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার গাড়ি চালান আজিজুল। পাবনা থেকে ট্রাকে চড়ে ঢাকায় এসেছেন তিনি। আজিজুল বলেন, ‘৫ তারিখ থেকে গার্মেন্টস খোলা। আমি যে অফিসারের গাড়ি চালাই, ঢাকায় না আসলে তো তিনি অফিসে যেতে পারবেন না।’

যশোর থেকে মাইক্রো বাসে শেয়ারে এসেছেন নাজিবুল বাশার। তিনি বলেন, ‘শুনলাম লকডাউন ওঠে যাচ্ছে। তাই অফিসে খোলার আগেই ঢাকায় চলে আসলাম।’

বিদ্যমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে চেকপোস্টে যানবাহনের চাপ বেড়েছে। এমনকি তল্লাশিতে এসেছে শিথিলতা। মোটরবাইক, প্রাইভেট কার, মাইক্রো বাসে অনেকেই চেকপোস্টের সামনে দিয়েই প্রবেশ করছেন।

ফেরিঘাট থেকে পিকআপে করে আমিনবাজার পর্যন্ত এসেছেন মজনু মিয়া। তারপর হেঁটে গাবতলী ব্রিজ পার হয়ে প্রবেশ করলেন ঢাকায়। মজনু বলেন, ‘লকডাউন দিয়ে আবার কারখানা খুলে দেয়, এটা আবার কীসের লকডাউন? এসব শুধু মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।’

মানুষজন যেমন ঢাকায় প্রবেশ করছেন, একইরকম ভাবে ঢাকাও ছাড়ছেন অনেকে। মূলত যারা ঢাকার বাইরে চাকরি করেন তারা বেশি ঢাকা ছাড়ছেন।

গাবতলী চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বিএম সাদাত হোসেন বলেন, ‘টিকা নেওয়া, ব্যাংকে যাওয়া, গাড়ি চালক, গার্মেন্টসে কাজ করেন- এমন মানুষজন বেশি আসছেন। আমরা যাচাই-বাছাই করছি। কেউ যৌক্তিকতা দেখাতে না পারলে মামলা দেওয়া হচ্ছে।

 

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা