X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

থানায় ‘মৃত’ ট্রাকচালকের লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৭:২৬আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৪৭

ঢাকার উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে বগুড়ার ট্রাকচালক লিটন প্রামানিকের (৪৫) মৃত্যুর অভিযোগ এনে এ ঘটনায় বিচারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কে দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বুধবার (৪ আগস্ট) সকালে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বগুড়া শহরের ভবের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় লাশবাহী অ্যাম্বুলেন্সসহ মহাসড়কের উভয় পাশে শত শত পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। শ্রমিক নেতৃবৃন্দ ‘পুলিশ হেফাজতে’ ট্রাকচালক লিটনকে হত্যা করা হয়েছে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেন।

জানা গেছে, আজ সকালে ট্রাকচালক লিটন প্রামানিককের লাশ অ্যাম্বুলেন্সে করে কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে নিয়ে যাওয়ার সময় বগুড়া শহরের ভবের বাজার এলাকায় আন্তঃজেলা ট্রাক টার্মিনালের সামনে থামানো হয়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ ফেটে পড়েন। বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

সেখান উপস্থিত থেকে বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মন্ডল জানান, নিহত ট্রাকচালক লিটন প্রামানিক বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে। লিটন তাদের সংগঠনের সদস্য। তিনি গত ৩০ জুলাই চট্টগ্রাম থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৪-২৫৬৩) চাল নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি গুদামের দিকে রওনা হন। পথিমধ্যে তিনি ট্রাক রাস্তার পাশে রেখে একটি দোকানে যান। র‌্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় সোপর্দ করেন।

আবদুল মান্নান মন্ডল অভিযোগ করে বলেন, ‘ঢাকার উত্তরা পূর্ব থানায় ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আটক লিটন প্রামানিককে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করে। প্রচার করা হয়, লিটন হাজতে কম্বল ছিড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরদিন ৩ আগস্ট দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আত্মহত্যার খবর প্রচার করা হয়।’

তিনি এটাকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িত উত্তরা পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসরণসহ শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, ‘অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এতে পরিবহন সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হলে এর দায় প্রশাসনকে নিতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মোদির বাড়ির সামনে বিক্ষোভ করতে পারলেন না কেজরিওয়ালের সমর্থকরা
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের