X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আড়ত থেকে জেলে পুনর্বাসনের ৫০০ কেজি চাল উদ্ধার

ভোলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ০০:২৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:৩০

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি চালের আড়ত থেকে জেলে পুনর্বাসনের সরকারি ৫শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। বুধবার (৪ আগস্ট) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারের চাল ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের সবুজ টেডার্স থেকে এ চাল জব্দ করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা খাদ্য কর্মকর্তার সঙ্গে অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনের ওই চালের আড়ত থেকে ১০ বস্তায় ৫শ’কেজি চাল জব্দ করি। জব্দ করা চাল খাদ্য কর্মকর্তা কমল দের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সবুজ ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিন জানান, এওয়াজপুর ইউনিয়নের মো. মঞ্জুর নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি এ চাল কেনেন। ওই ব্যক্তি তার কাছে ৩৮ টাকা কেজি দরে এ চাল বিক্রি করে।

অভিযুক্ত মো. মঞ্জুর বলেন, ‘আমি আজ (বুধবার) দুপুরের দিকে এওয়াজপুর ইউনিয়নের জেলেদের কাছ থেকে এ চাল কিনেছি। পরে শশীভূষণ বাজারের ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম খোকন জানান, তিনি আজ সকালে খাদ্য গোডাউন থেকে চাল এনে দুপুর ১টা পর্যন্ত তার ইউনিয়নের ৫৬১ জন জেলের মাঝে ৩০ কেজি করে বিতরণ করেন। তিনি বলেন, ‘চাল বিতরণে আমার কোনও অনিয়ম নেই। তবে জেলেরা যদি ইউনিয়ন পরিষদ থেকে তাদের নামে বরাদ্দকৃত পুনর্বাসনের চাল নিয়ে এসে বাইরে অন্য কোথাও বিক্রি করে দেয় সে ব্যাপারে আমার কিছু করার নেই।’

চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
মেটা-ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি