X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দেড় কিলোমিটার হেঁটে চাচাকে মাথায় করে হাসপাতালে 

কুমিল্লা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ০০:২৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০২:৪৫

কুমিল্লার মুরাদনগরে অসুস্থ চাচাকে টুকরিতে বসিয়ে মাথায় করে প্রায় দেড় কিলোমিটার হেঁটে হাসপাতালে নিয়ে গেছেন ভাতিজা জয়নাল আবেদিন। বুধবার (০৪ আগস্ট) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, আব্দুল জলিল (৭৫) পরমতলা গ্রামের বাসিন্দা। সকাল ১০টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাস্তার বেহাল দশার কারণে গ্রামের রাস্তায় যানবাহন পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় চাচাকে মাথায় করে হাসপাতালে নিয়ে যান ভাতিজা জয়নাল।

স্থানীয়রা জানান, পরমতলা পশ্চিমপাড়া হাজি বাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত আগে তিন চাকার যানবাহন চলতো। বর্তমানে রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চার গ্রামের প্রায় নয় হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার প্রয়োজন হলে বিড়ম্বনায় পড়েন স্বজনরা। 

মুগসাইর গ্রামের আব্দুস ছালাম মাস্টার বলেন, বয়স্ক কেউ অসুস্থ হলে স্বজনদের ঘুম হারাম হয়ে যায়। খাটিয়ায় করে স্বজনদের নিয়ে রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ লোক ভাড়া করে চিকিৎসার জন্য স্বজনদের হাসপাতালে নিতে হয়।

পরমতলা গ্রামের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চার কিলোমিটার রাস্তা দিয়ে পরমতলা, লক্ষ্মীপুর, মুগসাইর ও দারোরা গ্রামের কয়েকশ শিক্ষার্থীসহ প্রায় নয় হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের ভোগান্তি কমবে। গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে একাধিকবার মেরামত করলেও বৃষ্টিতেই রাস্তাটির বেহাল দশা হয়ে যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মুরাদনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
গরমে অতিষ্ঠ জনজীবন, বেশির ভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ
মধ্যরাতেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি
রাজশাহীতে ঈদের আগেই বেপরোয়া কিশোর গ্যাং ও বাইকার পার্টি!
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ