X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১২:২৬আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:৪৫

মোবাইল ফোন অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ অপারেটরটির সঙ্গে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) মাহতাব উদ্দিন আহমেদ এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি আর রবির সঙ্গে চাকরি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সঙ্গে তার যাত্রা শেষ হতে যাচ্ছে। এই সময় পর্যন্ত তিনি অফিসিয়াল ছুটিতে থাকবেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।  

তিনি আরও লিখেন, গত ৬টা বছর আমি পরিবার থেকে দূরে। এখন আমি পরিবারকে আরও সময় দিতে পারবো। ৩০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন বলেও উল্লেখ করেন।

এদিকে রবি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির প্রধান অর্থ কর্মকর্তা এম রিয়াজ রশীদ তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাইয়াপারান সাংগ্রাপিল্লাই বলেন, পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি মাহতাব উদ্দিন আহমেদকে ধন্যবাদ দিতে চাই, দেশে রবিকে শীর্ষ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।

বিজ্ঞপ্তিতে রবিকে শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসেবে প্রতিষ্ঠিত করতে মাহতাব উদ্দিন আহমেদের বিভিন্ন অবদানের কথাও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মাহতাব উদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশি হিসেবে বহুজাতিক কোনও প্রতিষ্ঠানের দায়িত্ব নেন। তিনি ২০১৬ সালের ১ নভেম্বর অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। সেই হিসেবে রবিতে চাকরির ৫ বছর পূর্ণ করে তার যাত্রা শেষ হচ্ছে। এর আগে তিনি অপারেটরটির উপ-প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি ছিলেন অপারেটরটির প্রধান পরিচলন কর্মকর্তা। 

 

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া