X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে পরে অস্বীকার এমপি একরামুলের

নোয়াখালী প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১৯:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৩৯

আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে পরে অস্বীকার করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। পরে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা অস্বীকার করেন তিনি।

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, তিনি ও তার ছেলে সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থাকবেন না। সেটা জেলা হোক আর কেন্দ্রীয় আওয়ামী লীগ হোক।

তিনি আরও বলেন, ‘আমি নিজের টাকা দিয়ে রাজনীতি করি। কারও টাকা দিয়ে রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সুশৃঙ্খল। এখন আবার একটা পক্ষ উচ্ছৃঙ্খল হওয়ার চেষ্টা করছে।’

একরামুল করিম চৌধুরীর আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দুপুর পৌনে ৩টায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার বক্তব্য অস্বীকার করেন তিনি। 

বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে দাবি করে একরামুল করিম বলেন, ‘যারা একবার আওয়ামী লীগ করে, তারা কখনও ছাড়তে পারে না। আমি আওয়ামী লীগকে ভালোবাসি। দল যত দিন মনে করে আমাকে থাকা দরকার, তত দিন থাকবো। দলের কাজে নিজেকে বিসর্জন দেবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান। 

এর আগে এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি