X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেল্টার প্রকোপে লকডাউন কৌশল পাল্টাচ্ছে চীন?

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০২১, ২০:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:১৭

করোনাভাইরাসে অতি সংক্রামক ও আরও বেশি প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে কঠিন হুমকির মুখে পড়েছে চীনের লকডাউন কৌশল। মহামারির শুরু থেকে কঠোর লকডাউনের মাধ্যমে বিভিন্ন শহরকে বিচ্ছিন্ন করে করোনার বিস্তার ঠেকাতে সফলতা পাচ্ছিল চীন। কিন্তু এবার এই কৌশল নিয়ে আত্মবিশ্বাসী চীনা নেতৃত্বকে সতর্ক করে বিশেষজ্ঞরা বলছেন, ভিন্ন উদ্যোগ প্রয়োজন। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ডেল্টার সংক্রমণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে বিধিনিষেধ পুনরায় প্রবর্তন করা হয়েছে। গত বছর উহানে মহামারি শুরুর পর চীনেও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার সবচেয়ে বেশি সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা করছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শাটডাউন চীনের কৌশল পর্যালোচনা করছে। ১৫ লাখ মানুষের একটি শহরকে বিচ্ছিন্ন করা হয়েছে, বিমান চলাচল বাতিল এবং গণহারে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কিছু এলাকায়।

প্রতিটি আক্রান্তের ক্ষেত্রে জিরো টলারেন্স কৌশল এবং বিদেশ থেকে নতুন সংক্রমণ ঠেকানোর চেষ্টার মাধ্যমে গত বছর চীন প্রধানভাবে করোনামুক্ত ছিল। কিন্তু শাট ডাউনের ফলে লাখো মানুষের জীবন ও কাজ প্রভাবিত হওয়ায় এখন বলা হচ্ছে অর্থনীতি ও সমাজকে একেবারে বন্ধ না করে ভাইরাস নিয়ন্ত্রণের উপায় খুঁজতে হবে চীনকে।

মহামারিতে আলোচনায় আসা সাংহাইয়ের চিকিৎসক ঝাং ওয়েনহং সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, চীনের করোনা মোকাবিলা নীতিতে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, চলমান সংক্রমণ থেকে আমরা নিশ্চিতভাবে অনেক কিছু শিখব।

এই চিকিৎসক আরও লিখেছেন, ভাইরাসের সঙ্গে সহাবস্থান শিখতে হবে বিশ্বকে।

চীনের মহামারি নিয়ন্ত্রণ পরীক্ষার মুখে পড়বে যখন আগামী বছর ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকে কয়েক হাজার অ্যাথলেট ও সাংবাদিক বেইজিংয়ে অবতরণ করবেন। ২০২২ সালের শেষের দিকে দেশটির রাজনৈতিক নেতৃত্বেও স্পর্শকাতর পরিবর্তন আসতে পারে।

গত বছর চীনের শাট ডাউনের কৌশল আমেরিকা থেকে এশিয়ার বিভিন্ন দেশে ছোট আকারে প্রয়োগ করেছে। এই শাট ডাউনের ফলে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়ে চীনের অর্থনীতি। কিন্তু ২০২০ সালের মার্চে বাণিজ্যিক ও ঘরোয়া চলাচলের অনুমতি দেওয়া শুরু করে দেশটি।

নতুন আক্রান্তদের অনেকেই টিকা নেওয়া। এতে করে বৈশ্বিক আর্থিক বাজারে প্রভাব পড়তে শুরু করে। বিশেষ করে নতুন সংক্রমণে চীনের উৎপাদন ও সরবরাহ চেইন বাধাগ্রস্ত হতে পারে আশঙ্কায় শেয়ার বাজারের দরপতন দেখা দেয়। কিন্তু বৃহস্পতিবার চীনের সাংহাই, জাপানের টোকিও শেয়ার বাজার আবার ঊর্ধ্বগামী হয়েছে।

ইয়েল স্কুল অব পাবলিক হেলথ-এর এক স্বাস্থ্য অর্থনীতিবিদ শি চেন মনে করেন, আক্রান্তদের বিচ্ছিন্ন করার বদলে চীনের উচিত টিকা প্রয়োগ ও দ্রুত আক্রান্তদের চিকিৎসা করাতে মনোনিবেশ করা। যাতে করে বাণিজ্য ও ভ্রমণ বিঘ্নিত না হয়।

তিনি বলেন, আমার মনে হয় না জিরো টলারেন্স টিকবে। চীনের পুরো অঞ্চল লক ডাউন করলেও মানুষ মরবে। অনেক বেশি মরবে অভুক্ত ও কাজ হারানোর কারণে।

অবশ্য চীন সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই কৌশল পাল্টানোর কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়