X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্যে দেশসেরা উদ্ভাবকের পুরস্কার নিলেন শিক্ষা কর্মকর্তা!

হালিম আল রাজী, হিলি
০৫ আগস্ট ২০২১, ২২:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১৭

মিথ্যা তথ্য দিয়ে দেশসেরা উদ্ভাবকের পুরস্কার নিয়েছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান রনি। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে মেমোরি কার্ডের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা, ৯৫ ভাগ শিক্ষার্থীকে মেমোরি কার্ড দেওয়ার কথা উল্লেখ করে এই পুরস্কার নেন তিনি। অথচ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে এই পদ্ধতি চালুই হয়নি, কোনও শিক্ষার্থীকে দেওয়া হয়নি মেমোরি কার্ড।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষা কর্মকর্তা মেমোরি কার্ডের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে পাঠদানের আইডিয়া উদ্ভাবন করেন। একই সঙ্গে ৯৫ ভাগ শিক্ষার্থীকে মেমোরি কার্ডের শিক্ষার আওতায় আনা হয়েছে দাবি করে তার আইডিয়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান। ওই আইডিয়ায় দেশসেরা উদ্ভাবকের পুরস্কার পান। যদিও সরেজমিনে, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া যায়নি।

বাংলাহিলি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানায়, ‘আমাকে স্কুল থেকে কোনও মেমোরি কার্ড দেওয়া হয়নি। তবে আমাকে মেমোরি কার্ড কিনে নেওয়ার জন্য স্কুল থেকে বলেছিল। সে মোতাবেক আমি মেমোরি কার্ড কিনে স্কুলে জমা দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনও ক্লাসের ভিডিও কিংবা কিছুই দেয়নি। শুধুমাত্র স্কুল থেকে ওয়ার্কশিট দিয়েছিল। সেগুলো পূরণ করে আবার স্কুলে জমা দিয়েছি।’

বাংলাহিলি ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানায়, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। আমরা কেউ স্কুলে যেতে পারছি না, ক্লাস হচ্ছে না। তবে কিছুদিন ধরে স্কুল থেকে বাড়ির কাজ দিচ্ছে, সেগুলো আমরা বাড়িতে পড়ে সম্পন্ন করছি। অনলাইনে ক্লাস শুরু হয়েছে। কিন্তু আমাদের ফোন না থাকায় ক্লাসে যোগ দিতে পারি না।’

স্কুল থেকে মেমোরি কার্ড দেওয়া হয়েছে কি-না কিংবা সেই মেমোরি কার্ড দিয়ে মোবাইলের মাধ্যমে পড়ালেখা করছো কি-না এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষার্থী জানায়, ‘আমাকে মেমোরি কার্ড দেয়নি কিংবা মেমোরি কার্ডের মাধ্যমে পড়াও দেয়নি।’ উপজেলা সদরের এই দুটি বিদ্যালয়ের মতো একই অবস্থা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

টুব্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মেমোরি কার্ডের মাধ্যমে এখনও পাঠদান শুরু হয়নি। আমরা এখন পর্যন্ত কোনও শিক্ষার্থীকে মেমোরি কার্ড দিতে পারিনি। তবে মেমোরি কার্ডের জন্য বলেছি, এখনও ঢাকা থেকে সেটি আসেনি। আমরা মেমোরি কার্ড কেনার জন্য বায়না দিয়েছি।’

খাট্টাউছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও বিদ্যালয়ের কোনও শিক্ষার্থীকে মেমোরি কার্ড দিতে পারিনি। তাদের হাতে মেমোরি কার্ড তুলে দেওয়ার পর ওই পদ্ধতিতে পাঠদান শুরু করবো। এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রতি শনিবার শিক্ষার্থীদের ওয়ার্কশিট দিয়ে আসছি। সেগুলো পূরণ করলে নিয়ে আসছি।’

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে মেমোরি কার্ডের মাধ্যমে পাঠদান পদ্ধতি সম্ভব না। যেখানে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা উপস্থিত হয় না, সেখানে মেমোরি কার্ডের মাধ্যমে শিক্ষাদান কোনোভাবেই সম্ভব না। আমরা যে বিদ্যালয় থেকে বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট দিয়ে আসছি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার চর্চায় রাখা যাচ্ছে।’

ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত আমার বিদ্যালয়ের কোনও শিক্ষার্থী মেমোরি কার্ড পায়নি। আমি যতটুকু জানতে পেরেছি, স্লিপের বরাদ্দের টাকা দিয়ে নাকি মেমোরি কার্ড কেনা হবে। তবে এখন পর্যন্ত আমার বিদ্যালয়ে মেমোরি কার্ডের মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি জানা নেই।’

দেশসেরা উদ্ভাবকদের সঙ্গে মাসুদুল হাসান

সাতকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলির প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাকি মেমোরি কার্ডের মাধ্যমে পড়ালেখা শুরু হয়েছে। যা পরিচালনা করছে শিক্ষা অফিস। কিন্তু আজ পর্যন্ত আমাদের এলাকায় এই পদ্ধতিতে পড়ালেখা করতে কাউকে দেখলাম না। এই পদ্ধতিতে পাঠদান সম্ভবও না। কারণ যেখানে টিভিতে ক্লাসগুলো হচ্ছে, সেখানেই শিক্ষার্থীরা উপস্থিত হয় না। একটা মেমোরি কার্ড শিশু শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে সেটির মাধ্যমে কীভাবে পাঠদান সম্ভব হবে আমার মাথায় আসে না।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। করোনাকালে প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে আমরা বেশ কিছু কাজ করেছি; যা নিয়ে অনেক ভালো প্রতিবেদন হয়েছে, পুরস্কার পেয়েছি- এটি দেখে হয়তো অনেকের গায়ে জ্বালা ধরেছে। এ জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে।’

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাকালীন সময়ে পড়ালেখার ক্ষতি কাটিয়ে উঠতে মেমোরি কার্ডের মাধ্যমে পাঠদানের পদ্ধতি চালু করায় শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসানকে দেশসেরা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার মহাপরিচালকের কার্যালয় থেকে দেওয়া হয়েছে। এর বেশি কিছু জানি না। এখন আপনারা তার বিরুদ্ধে যা পেয়েছেন, তাই নিয়ে লেখেন।’

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বেশ কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ঘটনা সত্য প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো।’

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ইনোভেশন শোকেসিং-এ দেশসেরা উদ্ভাবক-২০২১ হিসেবে নির্বাচিত হন হাকিমপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান রনি। এ বছর সারাদেশ থেকে তিন জন শিক্ষা কর্মকর্তা ও দুজন সহকারী শিক্ষককে দেশসেরা উদ্ভাবক নির্বাচিত করা হয়। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও কীভাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা পৌঁছে দেওয়া যায় সেই পদ্ধতির উদ্ভাবন করেন তিনি।

/এএম/
সম্পর্কিত
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
হিলি দিয়ে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও