X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণপরিবহনে ‘সীমিত পরিসর’ মানে কী? 

শাহেদ শফিক
০৬ আগস্ট ২০২১, ০৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৪:০১

১০ আগস্ট শেষ হচ্ছে চলমান বিধিনিষেধ। এরপর বিধিনিষেধ আর বাড়ানোর পরিকল্পনা নেই বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। এ অবস্থায় পরদিন ১১ আগস্ট থেকে ‘সীমিত পরিসরে’ গণপরিবহন চলাচলের কথাও নিশ্চিত করেছে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র। এ জন্য নতুন করে প্রজ্ঞাপনও দেওয়া হতে পারে।

১০ আগস্ট চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগেই পরবর্তী কার্যক্রম নিয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার। সেটার ওপর ভিত্তি করেই মূলত গণপরিবহন চলবে।

তবে এক্ষেত্রে ‘সীমিত পরিসর’ বলতে কী বোঝায় তা জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট কয়েকজনের কাছে। তারা জানান, ‘সীমিত’ মানে সব পরিবহন চলবে না। অর্ধেকের মতো চলবে। তাতেও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। প্রয়োজনে অর্ধেকেরও কম পরিবহন চলবে। জরুরি প্রয়োজন যাদের তারাই চলাচল করতে পারবেন। বিনা প্রয়োজনে ভ্রমণকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে পারেন।

গত ৩ আগস্ট বিধিনিষেধ সংক্রান্ত এক বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, করোনার প্রকোপ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরদিন ১১ আগস্ট থেকে দেশের সকল দোকানপাট, অফিস-আদালত খুলে দেওয়া হবে। সেইসঙ্গে সীমিত পরিসরে চলবে গণপরিবহনও।

তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করলেও আগে যে রুটে এক শ’ বাস চলতো সেখানে ৫০টি বা তার কম চলবে। সিটি, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস একইভাবে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ১০ তারিখের পর বিধিনিষেধ শিথিল হবে। ধারণা করা হচ্ছে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। আমরা যদি নৌযান চলাচলের অনুমতি দেই তবে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে।

তিনি আরও বলেন, এখানে বিশেষজ্ঞদের মতামত গুরুত্বপূর্ণ। তাদের মতামতের ভিত্তিতেই পাঁচদিন লকডাউন বাড়িয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নেবো। বিআরটিএও আগাম কিছু জানায় না। তবে ৩ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেছিলেন, ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে।’

এদিকে পরিবহন চালকরা বলছেন, দোকানপাট খোলা থাকলে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবনহও চালু হতে পারে। যেহেতু পোশাককারখানাও খোলা সেহেতু কর্মীদের যাতায়াতের জন্য গণপরিবহন দরকার।

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহন সীমিত আকারে চলবে। সেই হিসেবে ৩৮টি আন্তঃনগর ট্রেন এবং ১৯ টি কম্পিউটার ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি অনুযায়ী প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রেখেই চলাচল করবে।

মন্ত্রী বলেন, ঈদুল আজহার আগের মতো টিকিট কাউন্টারে কোনও বিক্রি করা হবে না। ট্রেনের সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করা হবে।

/এফএ/
সম্পর্কিত
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!