X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্পেনকে হারিয়ে ফের সোনার পদক জিততে চায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১০:০০

কোপা আমেরিকা কাপে ফাইনাল জিততে পারেনি ব্রাজিল। রানার্সআপ হতে হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও আরও একটি প্রতিযোগিতার ফাইনালে মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। টোকিও অলিম্পিক গেমস ফুটবলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে যাচ্ছে দানি আলভেজ-রিচার্লিসনরা। সোনার পদক ধরে রাখার মিশনে আজ বাধা স্পেন। টোকিওর ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই দল।

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রাজিলের সোনার পদক ধরে রাখার মিশন। আগেরবার নিজেদের মাঠে সোনা জিতেছিল নেইমাররা। এবারও সোনার পদক ঘরেই রাখতে চাইছে আলভেজরা।
অধিনায়ক আলভেজের কণ্ঠে আবারও সোনা জেতার দৃঢ় সংকল্প, ‘আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের সেভাবেই তৈরি থাকতে হচ্ছে। ফাইনাল ম্যাচটি বিশেষ কিছু। কেননা এটা অলিম্পিক ফাইনাল। দলগতভাবে আমরা আত্মবিশ্বাসী।’

ফাইনাল ম্যাচে সতীর্থদের সেরাটা দেওয়ার আহবান এই বর্ষীয়ান ডিফেন্ডারের, ‘আগামী অলিম্পিকে কে খেলতে পারবে এটা বলা যায় না। তবে সেই সংখ্যাটা বেশি হবে না। এটাই আমাদের বিশেষ মুহূর্ত। আপনাকে এই সময়ের জন্য তৈরি থাকতে হবে। নিজের মুন্সিয়ানা দেখাতে হবে। এর জন্য আমরা পরিকল্পনা করেছি দিতে হবে সেরাটা। আমাদের দেশের জন্য।’

ব্রাজিল টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। বিপরীতে জাপানকে শেষ মুহুর্তের গোলে হারিয়ে স্পেন ফাইনাল খেলতে যাচ্ছে।

১৯৯২ সালে একবারই স্পেন অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ২০০০ সালে আবারও ফাইনাল খেললেও ক্যামেরুনের কাছে হেরে রুপা নিয়ে থাকতে হয়েছে। তবে এবার সোনা জেতার মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে।

দলের অন্যতম তারকা পেদ্রি কথাতে তেমনই সুর। ফাইনালে ব্রাজিলকে পেয়ে আরও খুশি, ‘আমি শুরু থেকে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলতে চেয়েছি। সব সময় সেরাদের বিপক্ষে খেলতে পছন্দ করি। তবে ফাইনাল ম্যাচ সহজ হবে না। কঠিনই হবে। তারা ভালো ফুটবল খেলে থাকে। টেকনিক্যালিও এগিয়ে।’

ব্রাজিলকে সমীহ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা পেদ্রির, ‘এটা কঠিনই হবে। কিন্তু আমি আশা করছি আমরা জিততে পারবো। যদি জিততে পারি তাহলে অনেক ভালো হবে।’

/টিএ/এলকে/
সম্পর্কিত
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে রাজি ৪ ইউরোপীয় দেশ
বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে গিয়েই সংঘবদ্ধ ধর্ষণের শিকার ব্রাজিলিয়ান তরুণী
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ