X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির কোন ওয়ার্ডের করোনার টিকাকেন্দ্র কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৬:২১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:৪৪

সারাদেশে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে আজ শনিবার (৭ আগস্ট) থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেওয়া হবে। এ অবস্থায় দক্ষিণ সিটি করপোরেশন তার ৭৫টি ওয়ার্ডে নাগরিকদের টিকাদানের ব্যবস্থা করেছে।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাংলা ট্রিবিউনকে বলেন, গণটিকা কার্যক্রম আজ হতে আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৩০০ জন করে ৬ দিনে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ব্যক্তিকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ওয়ার্ডগুলোর টিকাকেন্দ্রগুলো হচ্ছে- ১ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্যকেন্দ্র -১, ৬৭১/৪/এ সিপাহীবাগ, খিলগাঁও, ঢাকা। ২ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্যকেন্দ্র -২, ৩২৫, দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা। ৩ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্যকেন্দ্র -৩, ১২০/বি, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা। ৪ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক, ৪৩, মধ্য বাসাবো। ৫ নং ওয়ার্ডে-১২২/২, আহম্মেদবাগ, নগর স্বাস্থ্য কেন্দ্র-১। ৬ নং ওয়ার্ডে- উত্তর মুগদা ঝিলপাড়, নগর স্বাস্থ্য কেন্দ্র-২। ৭ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক, ৬৩, মানিক নগর। ৮ নং ওয়ার্ডে-সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, দক্ষিণ কমলাপুর। ৯ নং ওয়ার্ডে-আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ, ১১০ আরামবাগ। ১০ নং ওয়ার্ডে- টি অ্যান্ড টি স্কুল, মতিঝিল, নগর স্বাস্থ্য কেন্দ্র-৫।

১১ নং ওয়ার্ডে- বাগিচা, উত্তর শাহজাহানপুর, নগর স্বাস্থ্য কেন্দ্র-৬। ১২ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্যকেন্দ্র -৪, ৪৬২, গুলবাগ, মালিবাগ, খিলগাঁও, ঢাকা। ১৩ নং ওয়ার্ডে- পল্টন কমিউনিটি সেন্টার। ১৪ নং ওয়ার্ডে-১১৩, গজমহল, হাজারীবাগ। ১৫ নং ওয়ার্ডে- ডঙ্গি, ধানমন্ডি লেক, রোড ৮/এ, ধানমন্ডি, ঢাকা। ১৬ নং ওয়ার্ডে- ভূতের গলি কমিউনিটি সেন্টার (সাবেক কলাবাগান থানা)। ১৭ নং ওয়ার্ডে-১৮৩, গ্রিন রোড, সূর্যের হাসি ক্লিনিক। ১৮ নং ওয়ার্ডে-১৫৮/১, এলিফ্যান্ট রোড, হাতিরপুল কাঁচা বাজার সংলগ্ন। ১৯ নং ওয়ার্ডে- সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় (আনার কলি মার্কেট সংলগ্ন)। ২০ নং ওয়ার্ডে- সেগুন বাগিচা, মাল্টিপারপাস কমপ্লেক্স, ৩য় তলা।

২১ নং ওয়ার্ডে- ২, নবাব হাবিবুল্লাহ রোড, শাহবাগ, ঢাকা। ২২ নং ওয়ার্ডে- কালুনগর, হাজারীবাগ। ২৩ নং ওয়ার্ডে- নতুন কবরস্থান গেট, আজিমপুর। ২৪ নং ওয়ার্ডে- বউ বাজার, শহিদনগর, লালবাগ। ২৫ নং ওয়ার্ডে- ৩৬ শেখ সাহেব বাজার, জামিলা খাতুন স্কুলের সামনে। ২৬ নং ওয়ার্ডে- হাজী আব্দুল গণী সরকারি প্রাথমিক বিদ্যালয় (অঞ্চল-৩, আঞ্চলিক অফিসের পেছনে)। ২৭ নং ওয়ার্ডে- বকশীবাজার, আলিয়া মাদ্রাসার পেছনে। ২৮ নং ওয়ার্ডে- কে এম বশির স্কুল, গৌর সুন্দর লেন, লালবাগ, ঢাকা। ২৯ নং ওয়ার্ডে- ইসলামবাগ বিদ্যুৎ অফিস সংলগ্ন। ৩০ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ৪৭নং নলগোলা, মিটফোর্ড, ঢাকা।

৩১ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ১৫ নং বেচারাম দেউরি, বেগম বাজার। ৩২ নং ওয়ার্ডে- হাজী জুম্মন কমিউনিটি সেন্টার, ২০, হাজী আব্দুল রশিদ লেন। ৩৩ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ২৬, মাজেদ সরদার রোড। ৩৪ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ২৫/১, আগাসাদেক রোড। ৩৫ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ৭৬, মালিটোলা। ৩৬ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয়, ১৩, কোতোয়ালী রোড, তাঁতীবাজার। ৩৭ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয়, সোস্যাল সার্ভিস সেন্টার নর্থব্রুক হল রোড, সদরঘাট। ৩৮ নং ওয়ার্ডে-৭২, বিসিসি রোড, ওয়ারী। ৩৯ নং ওয়ার্ডে- কাউন্সিলর কার্যালয়, ওয়ার্ড - ৩৯, মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার, হাটখোলা রোড,ঢাকা। ৪০ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক, ৪৫, দয়াগঞ্জ।

৪১ নং ওয়ার্ডে- ফকির চাঁন কমিউনিটি সেন্টার, নারিন্দা। ৪২ নং ওয়ার্ডে- রোকনপুর কমিউনিটি সেন্টার, কলতা বাজার। ৪৩ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, মাওলাবক্স সরদার লেন, ট্রাক স্ট্যান্ড, ফরাশগঞ্জ। ৪৪ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক, ৩৩,বেগমগঞ্জ লেন। ৪৫ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক, ৪৫, ডিস্টিলারী রোড,গেন্ডারিয়া। ৪৬ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, ৮৭, কেবি রোড। ৪৭ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, বালুর মাঠ,শহিদ নগর, গেন্ডারিয়া। ৪৮ নং ওয়ার্ডে- সূর্যের সূর্যের হাসি ক্লিনিক, যাত্রাবাড়ী (পার্কের পূর্ব পাশে)। ৪৯ নং ওয়ার্ডে- ৮, ধলপুর, যাত্রাবাড়ী (ধলপুর কমিউনিটি সেন্টারের পেছনে)। ৫০ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয়, চন্দন কৌঠা কমিউনিটি সেন্টার, দক্ষিণ যাত্রাবাড়ী।

৫১ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয়, ৩৫০, মীর হাজীরবাগ। ৫২ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয়, ১১৩, মাদ্রাসা রোড,মুরাদপুর। ৫৩ নং ওয়ার্ডে- সূর্যের হাসি ক্লিনিক,কলেজ রোড, পূর্ব জুরাইন, মুরাদপুর। ৫৪ নং ওয়ার্ডে- নগর স্বাস্থ্য কেন্দ্র, বটতলা, করিমুল্লারবাগ। ৫৫ নং ওয়ার্ডে- হাজী আব্দুল আওয়াল স্কুল, কামরাঙ্গীরচর। ৫৬ নং ওয়ার্ডে- ৩১ বেড হাসপাতাল, কামরাঙ্গীরচর। ৫৭ নং ওয়ার্ডে- আশ্রাফাবাদ হাই স্কুল, মাদবর বাজার, কামরাঙ্গীরচর। ৫৮ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় শ্যামপুর, লাল মসজিদ। ৫৯ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় মোহাম্মদবাগ চৌরাস্তা, কদমতলী। ৬০ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় জনতাবাগ (জনতাবাগ হাই স্কুল সংলগ্ন)।

৬১ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় দনিয়া (দনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন)। ৬২ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় শেখদি চৌরাস্তা (শাহ নেওয়াজ আইডিয়াল স্কুল সংলগ্ন)। ৬৩ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় মৃধা বাড়ী (মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন)। ৬৪ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় কোনা পাড়া (আব্দুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন)। ৬৫ নং ওয়ার্ডে- কাউন্সিলরের কার্যালয় কবস্থান রোড, মাতুয়াইল। ৬৬ নং ওয়ার্ডে- ডগাইর রুস্তম আলী স্কুল, ডগাইর পূর্বপাড়া। ৬৭ নং ওয়ার্ডে- তালতলা মসজিদ রোড, আমতলা ,সারুলিয়া। ৬৮ নং ওয়ার্ডে- এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়, ,ওয়াসা রোড, সারুলিয়া, ডেমড়া। ৬৯ নং ওয়ার্ডে- বাওয়ানী উচ্চ বিদ্যালয়, ডেমরা বাজার। ৭০ নং ওয়ার্ডে- আমুলিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়।

৭১ নং ওয়ার্ডে- ১৮৪০, দক্ষিণ মান্ডা, মেইন রোড, পঞ্চায়েত কার্যালয়ের ২য় তলা। ৭২ নং ওয়ার্ডে- ৭৬, উত্তর মান্ডা জমিদার বাড়ি। ৭৩ নং ওয়ার্ডে- তাজউদ্দিন আদর্শ বিদ্যালয়, দক্ষিণগাঁও। ৭৪ নং ওয়ার্ডে- কাউন্সিলর কার্যালয় ৭৪ নং ওয়ার্ড,পশ্চিম নন্দিপাড়া। ৭৫ নং ওয়ার্ডে- আট ভাইয়ের বাড়ি, নাসিরাবাদ।

এসব কেন্দ্রে আজ শনিবার থেকে এক যোগে টিকাদান শুরু হয়েছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গৃহীত
চলতি মাসেই বঙ্গবাজারে বহুতল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন  
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন