X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘মৈত্রী হাটে’ নিম্ন আয়ের মানুষের জন্য অর্ধেক দামে খাদ্যসামগ্রী

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৬:৫৩আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৬:৫৩

করোনার মহামারিতে কর্মহীন শ্রমিক, মজুরসহ নিম্ন আয়ের মানুষের জন্য অল্পদামে খাদ্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৯ আগস্ট) সকাল ১০টায় যশোর ইনস্টিটিউটে ‘মৈত্রী হাট’ নামে সাত দিনব্যাপী এই বাজার ব্যবস্থা শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩৩০ টাকা মূল্যের পণ্য কেনা যাবে মাত্র ১৫০ টাকায়।

রবিবার বেলা ১১টায় যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোডে মৈত্রী মানবিক সহায়ক কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতৃবৃন্দ ঘোষণা দেন, তাদের দেওয়া খাদ্যসামগ্রীর প্যাকেজে থাকবে চাল, আটা, মসুরের ডাল, সয়াবিন তেল, লবণ ও আলু। মৈত্রী হাট চলবে সাত দিন। প্রতিদিন তিনশ’ প্যাকেট হিসেবে সাত দিনে ২ হাজার ১শ’ প্যাকেট খাদ্যপণ্য অর্ধেকের কম মূল্যে সরবরাহ করা হবে।

তারা বলেন, ‘করোনা মহামারিকালে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে ২০২০ সালের ২২ এপ্রিল গঠন করা হয় মৈত্রী মানবিক সহায়ক কমিটি। ছাত্রমৈত্রীর বর্তমান ও সাবেক নেতাকর্মীরা এর সঙ্গে যুক্ত। প্রথম থেকে সেই কাজ করছে সংগঠন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর “মৈত্রী ভলান্টিয়ার্স” নামে দিয়ে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে দিনরাত অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। এ কাজে দেশ এবং দেশের বাইরে অবস্থানকারী সাবেক নেতাকর্মী ছাড়াও মানবতাবাদী দুই সহস্রাধিক মানুষ নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন।’

তারা আরও জানান, বর্তমানে মৈত্রী ভলান্টিয়ার্সে ১১২টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ হয়েছে। যার মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ৪৪৮ জন করোনা আক্রান্ত মুমূর্ষুকে ১১৩০ বার ফ্রি অক্সিজেনসেবা নিশ্চিত করা হয়েছে। সিলিন্ডার রিফিল করা হয়েছে ১০১৮ বার।

এছাড়া, ইতোপূর্বে ১২০০ টাকা প্যাকেজে (বিনামূল্যে) ৫০০ অসহায় মানুষকে খাদ্য সহায়তা, করোনা যোদ্ধাসহ দুই হাজার জনকে সুরক্ষা সামগ্রী হিসেবে কেএন-৯৫ মাস্ক, তিন হাজার সাধারণ মাস্ক, ১৬০০ রোগীকে টেলিমেডিসিন সেবা, ওষুধ ও নগদ টাকা এবং করোনা প্রতিরোধী টিকার জন্য ১০০০ মানুষকে ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর মৈত্রী মানবিক সহায়ক কমিটি সাধারণ মানুষকে আরও যেসব সহযোগিতা করেছে তার মধ্যে রয়েছে– ৩৫০ জনকে খাদ্যসামগ্রী (প্রতি জনের ২০০০ টাকা মূল্যের), ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুকে পোশাক, ২০০ জনকে ঈদ উপহার এবং ২০০ জনকে কম্বল প্রদান। বর্তমানে তিনটি শিফটে ভাগ হয়ে ভলান্টিয়ার্সরা মানুষকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন– সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। উপস্থিত ছিলেন– সদস্যসচিব মামুনুর রশীদ, জিল্লুর রহমান ভিটু, শহিদুল হক বাদল, শাহীন ইকবাল, রুহুল আমীন, শেখ তরিকুল ইসলাম তারু, শেখ আলাউদ্দিন, কামাল হাসান পলাশ, দিপঙ্কর বিশ্বাস, মনিরুল ইসলাম, চন্দন বিশ্বাস, মঞ্জুরুল আলম, দীপ কামাল, শাহনেওয়াজ লেনিন, সানজিদা টুম্পা ও বৈশাখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী