X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এক জেলার ৪০টি সেতু ঝুঁকিপূর্ণ

মো. নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
০৯ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১০:১১

বান্দরবানের সাতটি উপ‌জেলার বি‌ভিন্ন সড়‌কের বেইলি ব্রিজগু‌লোর অবস্থা ভয়াবহ। ঝুঁ‌কিপূর্ণ অবস্থায় আ‌ছে ৭৩টি ব্রিজ। এর ম‌ধ্যে ৪০টি অ‌ধিক ঝুঁ‌কি‌পূর্ণ। এগুলো কোনোরকমে জোড়াতা‌লি দি‌য়ে টিকিয়ে রাখা হয়েছে। আর এসব ব্রিজ দি‌য়েই দুর্ঘটনার ঝুঁকি নি‌য়ে প্রতিনিয়ত চল‌ছে যানবাহন।

স‌রেজ‌মি‌ন দেখা গে‌ছে, সাতটি উপ‌জেলার বি‌ভিন্ন সড়‌কের বে‌শিরভাগ ব্রিজের কোথাও ধসে পড়েছে, কোথাও আবার পাটাতন ভে‌ঙে গে‌ছে। এসব ব্রিজ দি‌য়ে প্রতি‌দিনই ঝুঁকি নি‌য়ে শত শত যানবাহন চলাচল কর‌ছে। যে‌কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

গত ১৮ জুলাই রোয়াংছড়িতে কলা‌রঝিরি এলাকায় এক‌টি বেইলি ব্রিজের পা‌শের লোহার দেয়াল ভে‌ঙে সড়ক যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়। ব্রিজ‌টির নাট-বল্টু পুরাতন হ‌য়ে ভে‌ঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিজগু‌লো বে‌শি পুরনো হ‌য়ে গে‌ছে, ভারবহনের ক্ষমতা নেই

সড়ক ও জনপদ বিভাগের (সওজ) তথ্যম‌তে, বান্দরবানে ১৯৮০ সালে অস্থায়ীভা‌বে মোট ১৬৯‌টি‌ বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এর ম‌ধ্যে ৮৭‌টি আর‌সি‌সি। ৭৩টি ঝুঁকিপূর্ণ। এগুলোর ম‌ধ্যে ৪০‌টি অ‌ধিক ঝুঁকিপূর্ণ হি‌সে‌বে চি‌হ্নিত করা হ‌য়ে‌ছে।

রোয়াংছ‌ড়ির বাসিন্দা উক্য মারমা জানান, ‘আ‌গেও এসব বেইলি ব্রিজ ভে‌ঙে দুর্ঘটনা ঘ‌টে‌ছে। আমরা চাই না, ভ‌বিষ্যতে আর কোনও দুর্ঘটনা ঘটুক।’

বা‌থোয়াই মা‌রমা জানান, ‘এসব ব্রিজ দি‌য়ে শুধু বাসই নয়, গাছবোঝাই ট্রাক ও স্কে‌ভেটরসহ মালামাল বহনকারী ছোট-বড় শত শত গাড়ি চলাচল ক‌রে। যে কোনও সময় দুর্ঘটনা ঘট‌তে পা‌রে।’

রোয়াংছড়িতে গত ১৮ জুলাই এক‌টি বেইলি ব্রিজে দুর্ঘটনা ঘটে

ট্রাকচালক মিলন ব‌লেন, ‘কিছু‌ দিন আ‌গেও এক‌টা ব্রিজ ভে‌ঙে গেছে। সে‌টা আবার জোড়াতা‌লি দি‌য়ে ঠিক করা হয়েছে। এর উপর দি‌য়েই আমরা প্রতি‌নিয়ত মালবাহী ট্রাক চা‌লি‌য়ে যা‌চ্ছি। এসব ব্রিজ পার হতে সব সময় আত‌ঙ্কে থা‌কি।’

সওজের বান্দরবান শাখার অফিস সহকারী মো. শরিফ জানান, গত এক বছরে প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে জেলার ৭৩টি বেইলি ব্রিজ সংস্কার করা হয়েছে। 

জোড়াতা‌লি দি‌য়ে টিকিয়ে রাখা হয়েছে ব্রিজগুলো

৪০‌টি অ‌তি ঝু‌কিপূর্ণ ব্রিজ ভে‌ঙে নতুনভা‌বে নির্মাণ এবং বাকিগু‌লো সংস্কা‌রের প্রক্রিয়া চল‌ছে ব‌লে জানিয়েছেন বান্দরবান সড়ক ও জনপদ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী মো. মোস‌লেহ উ‌দ্দিন চৌধুরী। 

তি‌নি ব‌লেন, ব্রিজগু‌লো বে‌শি পুরাতন হ‌য়ে গে‌ছে। এগু‌লোর ভারবহন ক্ষমতাও আগের মতো নেই। এসব বিষয় আমা‌দের মাথায় আ‌ছে। তাই যখনই কোনও প্রকল্প পা‌চ্ছি তা দি‌য়ে এগু‌লো সংস্কার কর‌ছি।

/এসএইচ/
সম্পর্কিত
মালিবাগে নির্মাণাধীন ভবনের পাশে মাটি ধসে শ্রমিকের মৃত্যু 
বাজারের চেয়েও সুপারশপে কমদামে মিলবে চিনিসহ ১০ নিত্যপণ্য
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে বেশি
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা