X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিপিএমে তারুণ্যের জয়গান

কলকাতা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২২:৫১আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:৫১

শেষ পর্যন্ত কি বিদায় ঘণ্টা বাজতে চলেছে ভারতের সিপিএমে পলিটব্যুরোতে থাকা প্রবীণদের! ভারচুয়ালি চলা তিনদিন ব্যাপী সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকের গত রবিবার শেষদিনে আলোচনায় বলা হয়েছে, ৭৫ বছরের উপরে থাকা প্রবীণ নেতাদের এবার পলিটব্যুরো থেকে অবসরে পাঠানো হবে। দলে নবীনদের সামনে আনতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম। এমনটাই সূত্রের খবর। আর এই সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রবীণ সিপিএম নেতা বিমান বসু, হান্নান মোল্লারা বাদ পড়তে চলেছেন।

যদিও সিপিএমে এই ভাবনা নতুন নয়। এর আগেও এ নিয়ে আলোচনা হয়েছে। এমনকি সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকেও প্রস্তাব এসেছিল, নতুন রাজ্য কমিটির সদস্যদের বয়স ৭৫-এর মধ্যে হতে হবে। যাদের বয়স ৭৫ বছরের কম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ও অসমর্থ তাদের স্বেচ্ছায় সরে যাওয়া উচিত। গত কয়েক বছর ধরে এই ভাবনা কাজ করলেও ২০১৮-তে হায়দরাবাদে ২২তম পার্টি কংগ্রেসে তা অনুমোদন পায়নি। তাই শেষ পর্যন্ত দলের বিভিন্ন উচ্চ পর্যায়ের কমিটিগুলোতে থেকে যাওয়ার সুযোগ পান ৭৫ এর প্রবীণরা।

কিন্তু সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি ভিন্ন। ভারতে যে তিনটি রাজ্যে সিপিএমের সরকার ছিল, আজ আর তা নেই। একমাত্র কেরালা সরকারের আছেন তারা। একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বামের একটি বিধানসভা আসন না পেয়ে রাজনৈতিক ভাবে গুরুত্ব হারিয়েছে। ত্রিপুরায় দলের অবস্থা ভাল নয়। সেখানেও বিজেপি বিরোধী শক্তি হিসাবে দ্রুত উঠে আসছে।

একদা প্রাক্তন সিপিএম নেতা আবদুর রেজ্জাক মোল্লা দাবি তুলেছিলেন, ‘পাকা চুল নয়। আনতে হবে কাঁচা চুলের জোয়ানদের, না হলে দল বাঁচানো যাবে না’।’এমতবস্থায় রেজ্জাক মোল্লার মতকেই প্রাধান্য দিতে চলেছে সিপিএম। এমনটাই মত রাজনৈতিক মহলের।

কিন্তু এই পথে কতটা সফল হবে সিপিএম? তা নিয়েও প্রশ্ন আছে রাজনৈতিক মহলের। দীর্ঘদিন ধরেই দলের মধ্যে ‘বৃদ্ধতন্ত্রের’ অভিযোগও ছিল। বিধানসভা ভোটের ক্ষেত্রেও প্রার্থী করার জন্য ছাত্র-যুবকদের প্রতিনিধির সংখ্যা সিপিএমে আশানুরূপ ছিল না কখনও। একুশের বিধানসভা ভোটে আলিমুদ্দিনের কর্তারা এই পথ থেকে সরে এসে একঝাঁক নবীন মুখকে প্রার্থী করেছিল। যদিও রাজনৈতিক মহলের মতে সিপিএমের এই সিদ্ধান্ত নিতে অনেকটাই দেরি হয়ে যায়। যার ফলে নবীন মুখকে দাঁড় করিয়েও জনগণের মনে দাগ কাটতে পারেনি সিপিএম। সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার জন্যই বাংলাসহ দেশের সর্বত্র সিপিএম আজ তার সমর্থন হারিয়েছে। এ অবস্থায় আগামী বছর কেরালার কান্নুরে হওয়া পার্টি কংগ্রেসে এই সিদ্ধান্ত অনুমোদিত হলে সিপিএম কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে সংশয়ে রাজনৈতিক মহল।

/এলকে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…