X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমদানির খবরে একদিনে কেজিতে কমেছে ৪০ টাকা

হিলি প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৪:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৪:৪৬

দেশের বাজারে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। এতে করে মাত্র একদিনের ব্যবধানেই দিনাজপুরের হিলিতে মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই কম-বেশি কাঁচা মরিচ রয়েছে। তবে আগের তুলনায় সরবরাহ বেশি দেখা গেছে। এ কারণে দাম খানিকটা কম। একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা মোহাব্বত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে যে কাঁচা মরিচ আমরা ৫০-৬০ টাকা কেজি কিনলাম, সেটাই এখন বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় মরিচ কেনা দূরে থাক, হাত দেওয়ায় মুশকিল হয়ে পড়েছিল। তবে একদিনের ব্যবধানে দাম কিছুটা কমতে শুরু করেছে, দাম আগের অবস্থায় ফিরলে আমাদের জন্য সুবিধা হবে।

কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে বাজারে মরিচের সরবরাহ কমে গেছে। যে কারণে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হয়ে উঠিছিল। প্রতিদিনই মোকামে কাঁচা মরিচের দাম বাড়ছিল। তবে গত কয়েকদিনে মোকামে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া বিভিন্ন স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি শুরু হওয়ার খবরে মোকামে দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বিনা বাংলা ট্রিবিউনকে জানান, দেশে হঠাৎ করে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে মরিচ আমদানি করার প্রস্তুতি নিয়েছি। ভারতে মরিচের দাম অনেকটা কম। এই মরিচ দেশের বাজারে আসলে দাম কমে আসবে। ইতোমধ্যে মরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় বিভিন্ন আমদানিকারক আইপি পেয়েছেন। তারা বেনাপোলসহ অন্য বন্দর দিয়ে আমদানি শুরু করেছেন। 

/টিটি/
সম্পর্কিত
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা