X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল ​নিরাপত্তা আইনে এমপির মামলা

নাটোর প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৫:৪০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৫:৪১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার (০৮ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানায় এমপির দেওয়া এজাহারটি মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

অপরদিকে এমপির ছোট ভাই সাজেদুল ইসলাম সাগর বাদী হয়ে অধ্যাপক সুজিত সরকার ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালতে এ মামলা করেন সাজেদুল ইসলাম।

সাজেদুল ইসলাম মামলায় অভিযোগ করেন, নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নামে সুজিত সরকার দুটি বই রচনা করেন। দুটি বইতে আমার বাবা হাসান আলী সরদারকে রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। ওসব বইয়ের রেফারেন্স দিয়ে গত ২৫ জুলাই জেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে আমার বাবাকে রাজাকার বলে সংবাদ সম্মেলন করেন শফিউল আযম স্বপন। এ ঘটনায় সামাজিক এবং রাজনৈতিকভাবে মানহানি হয়েছে আমার পরিবার ও ভাই এমপি শিমুলের। এ জন্য অভিযুক্তদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি।

নাটোর আদালতের পিপি সিরাজুল ইসলাম বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমানের আদালত মামলাটি আমলে নিয়েছেন। 

এর আগে রবিবার রাত ১১টার দিকে বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল মামলার এজাহার জমা দেন

মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, শিক্ষক সুজিত সরকার আইপি টেলিভিশনে আমাকে সন্ত্রাসী বলেছেন। এমনকি ওই শিক্ষককে হুমকি দিচ্ছি বলে মিথ্যাচার করে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছেন। এ জন্য আইনের আশ্রয় নিয়েছি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন অধ্যাপক সুজিত সরকার। জিডিতে সুজিত কুমার উল্লেখ করেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় রাজাকারের তালিকার ২১ নম্বরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা ‘হাসান আলী সরদার’ এর নাম রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে এমপি শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। পরে অধ্যাপক সুজিত সরকারের করা সাধারণ ডায়েরি (জিডি) খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

/এএম/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা