X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোরবানির হাটে ৮ লাখ টাকা বিক্রি না করা গরুটি মারা গেলো

সাতক্ষীরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৫:৪৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:৩১

সাতক্ষীরার কলারোয়ায় কেরেলকাতা গ্রামে ভুয়া প্রাণী চিকিৎসকের ভুল চিকিৎসায় আট লাখ টাকা মূল্যের একটি গরু মারা গেছে। গরুটি মারা যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন দরিদ্র কৃষক আবদুল গাফফার। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল গাফফার চার বছর ধরে একটি হলিস্টিয়ান জাতের গরু পালন করেন। ঢাকার কোরবানির হাটে গরুটির দাম আট লাখ টাকা উঠলেও বিক্রি করেননি। কাঙ্ক্ষিত ১২ লাখ টাকা দাম না পাওয়ায় বাড়ি ফিরিয়ে আনেন। গরুটি কোরবানির হাটে অসুস্থ হয়। পরে নিজেকে রেজিস্টার্ড প্রাণী চিকিৎসক দাবি করা কেরেলকাতা গ্রামের ইব্রাহিম হোসেনকে গরুটি দেখান। এরপর ২৫-২৬ দিন চিকিৎসা করান ইব্রাহিম।

অবস্থার উন্নতি না হওয়ায় ইব্রাহিম গরুর মালিককে বলেন কলারোয়ায় মজিবর নামে একজন ডিগ্রিধারী প্রাণী চিকিৎসক আছেন। এরপর মজিবরের ‘অপচিকিৎসায়’ ৬ আগস্ট গরুটি মারা যায়।

জানা গেছে, নিজেকে ডিগ্রিধারী প্রাণী চিকিৎসক পরিচয় দেওয়া মজিবর মূলত কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার। উপজেলার বিভিন্ন স্থানে পশু চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। এ ছাড়া উপজেলার প্রাণী চিকিৎসকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লেখানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে।

কৃষক আবদুল গাফফার বলেন, ‘গরুটি অসুস্থ হলে ইব্রাহিম হোসেনকে ডাকি, তিনিই আমাকে বড় চিকিৎসক মজিবরের কথা বলেন। তাকে ডেকে চিকিৎসা দেন। ৫-৭টি ইনজেকশন পুশ করেন। আরও কিছু পাউডার দেন। পরে গরুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে অনেকবার ফোন করলেও তারা রিসিভ করেননি। আমি দরিদ্র কৃষক, এর বিচার চাই।’

অভিযুক্ত ইব্রাহিম হোসেন বলেন, ‘আমি ওই গরুর চিকিৎসা করিনি। তারা আমাকে চিকিৎসার জন্য বলেছিল।’ তবে কম্পাউন্ডার মজিবরকে বড় পশু চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করানোর জন্য ডাকার কথা স্বীকার করেন ইব্রাহিম।

এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কম্পাউন্ডার মজিবর রহমান প্রথমে গরুটিকে চিকিৎসার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। তবে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা ও স্থানীয় চিকিৎসকদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করার কথা অস্বীকার করেন তিনি। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার বলেন, ‘আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে তাকে শোকজ করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। শুনেছি, প্রাথমিক চিকিৎসায় গরুটি সুস্থ ছিল। কিন্তু পরবর্তী সময়ে আর চিকিৎসা করানো হয়নি।’

একজন কম্পাউন্ডার চিকিৎসা দিতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভেটেরিনারি সার্জন ছাড়া আর কারও চিকিৎসা দেওয়ার ক্ষমতা নেই।’

সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা