X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২০ বছরের ডিভাইডার বিমে দুই বছরেই মরিচা!

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
১২ আগস্ট ২০২১, ১২:৫৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:৫৬

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে চলছে চার লেনের কাজ। এরইমধ্যে ডিভাইডারে লাগানো ডব্লিউ বিমে (গার্ড রেল) মরিচা ধরায় নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন বিম লাগানোর দুই বছরেই মরিচা ধরেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে বলে অভিযোগ তাদের। 

সরেজমিনে, ঢাকা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ঘুরে মহাসড়কে বিভিন্ন জায়গায় ডিভাইডারে লাগানো ডব্লিউ বিমে মরিচা (জং) দেখা গেছে। এছাড়া দুর্ঘটনার ফলে কোথাও কোথাও বিমগুলো বেকে ও ভেঙে গেছে। এছাড়া বিমে মরিচা ধরায় হালকা দুর্ঘটনায় বিভিন্নস্থানে তা ভেঙে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কটি চার লেনে উন্নতীকরণ প্রকল্পের কাজ শুরু হয়। কয়েক দফা ব্যয় বাড়িয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ করা হচ্ছে।

 মহাসড়কের ৭০ কিলোমিটার অংশে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ চলছে। কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের জুন মাসে। মহাসড়কে লেন থেকে দুর্ঘটনায় কবলিত পরিবহন যাতে অন্য লেনে যেতে না পারে এজন্য ডিভাইডারে লাগানো হয় ডব্লিউ বিম। এসব বিমের স্থায়ীত্বকাল ধরা হয় প্রায় ২০ বছর। এই সময়ে বিমে প্রখর রোদ ও বৃষ্টিতে কোনও মরিচা পড়ার কথা না। কিন্তু নিম্নমানের বিম লাগানোয় প্রায় দুই বছরের মধ্যেই মরিচা পড়ে তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। 

এদিকে মরিচা পড়া বিমগুলো খুলে সেগুলো নির্দিষ্টস্থানে নিয়ে রঙয়ের প্রলেপ দিয়ে আবার মহাসড়কে লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে কয়েকমাস পরেই প্রখর রোদ ও বৃষ্টির কারণে বিমগুলোতে পুনরায় মরিচা দেখা যাচ্ছে।

মহাসড়কের করটিয়া এলাকার বাসিন্দা ওয়ালিব বলেন, ‘মহাসড়কে বিম লাগিয়েছে বেশি দিন হয়নি। এই অল্পদিনেই বিমের বিভিন্ন জায়গায় মরিচা ধরেছে। এছাড়াও বিভিন্নস্থানে হালকা দুর্ঘটনায় বিমগুলো বেকে গেছে। নিম্নমানের বিম লাগানোর কারণেই এমনটা হয়েছে।’

মহাসড়কের বাঐখোলা এলাকার বাসিন্দা রাকিবুল হাসান বলেন, ‘বিমের বিভিন্ন জায়গায় মরিচা পড়েছে। এত অল্প দিনে এমন হওয়ার কারণ কী? নিম্নমানের ডব্লিউ বিম লাগানোর কারণে এমনটা হতে পারে।’

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের ব্যবস্থাপক অমিত কুমার চক্রবর্তী বলেন, ‘মহাসড়কের কাজ এখনও চলমান রয়েছে। ডব্লিউ বিম চায়না থেকে এনে যেখানে স্টোর করা ছিল সেখানে কিছু কিছু পোটিংয়ে সমস্যা হয়েছে। বিমের স্থায়ীত্বকাল সাধারণত ১০ থেকে ২০ বছর হয়। এরমধ্যে মরিচা ধরবে না। তবে কিছু কিছু জায়গায় মরিচা পড়ার ঘটনা ঘটেছে। যেসব জায়গায় এমন হয়েছে, সেগুলো জিংপোটিং করা হচ্ছে। আর যেগুলো দুর্ঘটনার কারণে ভেঙে যাচ্ছে, সেগুলো সরিয়ে আবার নতুন করে লাগানো হচ্ছে।’

 তিনি দাবি করেন, নিম্নমানের কোনও বিম লাগানো হয়নি। আমরা মরিচা ধরা ডব্লিউ বিম বুয়েটে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি। টেস্টে সেগুলো ঠিক আছে বলে জানা গেছে। কিন্তু কোটিংগুলো যেখানে উঠে গেছে সেগুলোতে আবার জিংকের কোট করা হচ্ছে।   

তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘ডব্লিউ বিম সারা বিশ্বেই ব্যবহার করা হয়। এটা এক দুই বছর কেন, ১০ থেকে ২০ বছর মেয়াদি থাকে। এতে কয়েক বছরে মরিচা পড়ার কথা না।’ নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি হওয়ায় মরিচা ধরতে পারে বলে মন্তব্য করেন তিনি। 

কোনও পরিবহন দুর্ঘটনার কবলে পড়লে যাতে অন্য লেনে না যেতে পারে এজন্য মূলত ডব্লিউ বিম লাগানো হয় বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ঈদে মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে
ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে, আশা সেতুমন্ত্রীর
পৌরসভা ও সড়ক বিভাগের রশি টানাটানি, জ্বলছে না ফ্লাইওভারের বাতি
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!