X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দুই মাস পর স্বাভাবিক জীবনে সমাজচ্যুত দম্পতি

পঞ্চগড় প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ০১:১১আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০১:২৯

দুই মাস পর স্বাভাবিক জীবনে ফিরলেন মৌখিক তিন তালাকের জেরে পঞ্চগড়ে একঘরে করে রাখা সেই দম্পতি। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল থেকে তারা একসঙ্গে বসবাস শুরু করেছেন। রাগের বশবর্তী হয়ে তালাক বলায় হিল্লা বিয়ে না দেওয়া পর্যন্ত সমাজে ওঠাবসা করতে পারবে না, কথা বলা যাবে না, পৃথক থাকতে হবে– সমাজপতিদের দেওয়া এমন শর্তের কারণে ওই দম্পতিকে একঘরে করে রাখা হয়েছিল।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ছলিমনগর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সমাজপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দম্পতির ওপর আরোপ করা সব বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন, সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, ইউপি সদস্য লক্ষণ চন্দ্র রায়, মসজিদ কমিটির সভাপতি নাসিরউদ্দিন, সেক্রেটারি মোমিনুর ইসলাম, হাফেজ মোস্তফা কামাল, ছলিমনগর জামে মসজিদের সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে ফতোয়াদানকারী মুফতি আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন না।

জানা গেছে, বৈঠকে সমাজপতিরা ভুল স্বীকার করে প্রশাসনের চাপে ওই দরিদ্র দম্পতিকে সমাজে ফিরিয়ে নেন। তবে বৈঠক শেষে প্রশাসনের কর্মকর্তারা চলে যাওয়ার পর তারা ওই দম্পতিকে বকাঝকা করেন। বৈঠকে সমাজপতিরা তাদের মেনে নিলেও ওই দম্পতি ও তাদের পরিবারের লোকজন নানা শঙ্কার কথা বলেছেন। এখনও পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

ছলিমনগর মসজিদ কমিটির সভাপতি নাসিরউদ্দিন ও সেক্রেটারি মোমিনুর ইসলাম বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মৌখিকভাবে তালাক দেওয়ার কথা উচ্চারণ করেছিলেন স্বামী। এরপর বিষয়টি ওই গ্রামে ছড়িয়ে পড়ে। বেশ কিছুদিন এভাবে চলার পর সমাজের লোকজন মুফতি মাওলানা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী স্থানীয় হাফেজ মোস্তফা কামালের সহযোগিতায় সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজার এলাকার মুফতি আনোয়ার হোসাইনকে নিয়ে আসা হয়। মসজিদে বৈঠকে মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মোস্তফা কামাল জানান, এতে তালাক হয়ে গেছে। হিল্লা বিয়ে দিতে হবে। স্বামী-স্ত্রী উভয়কে পৃথক থাকতে হবে। কারও সঙ্গে দেখা করা যাবে না। ওই সিদ্ধান্ত শোনার পর সমাজের লোকজন তাদের একঘরে করে রাখেন

তবে সমাজপতিরা বলেছেন, ‘আমরা তো কোরআন হাদিস ভালো জানি না, বুঝিও না। ওই মুফতি এসে ফতোয়া দিয়েছেন; হিল্লে বিয়ে না দিলে তাদের একঘরে করে দিতে। তাই আমরা একঘরে করে দিয়েছিলাম।’

ভুক্তভোগী দম্পতি জানান, ‘মুফতি, হাফেজদের কথায় সমাজপতিরা হিল্লে বিয়ে দিতে চেয়েছিল। হিল্লার জন্য পাত্রও ঠিক করা হয়েছিল। হিল্লে বিয়েতে রাজি না হওয়ায় গত দুই মাস ধরে আমাদের একঘরে করে রাখা হয়। সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি নিজের সন্তানদেরকেও যোগাযোগ করতে দেয়নি। অবশেষে চেয়ারম্যানের পরামর্শে সমাজচ্যুত করা ব্যক্তিদের নামে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিই। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমাজপতিরা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আমাদের মেনে নিতে বাধ্য হন। আমরা বিকাল থেকে একত্রে বসবাস করছি।’

সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘আমি ইসলাম ধর্ম সম্পর্কে তেমন জানি না। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি সমাধান করে নিতে বলেছিলাম। কেউ আমার কথা শোনেননি। আসলে পরিবারটির ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। এই সময়ে এমন ধর্মান্ধতা মেনে নেওয়া যায় না। পরিবারটি আমার কাছে গেলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিই।’  

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সমাজপতিদের বুঝিয়ে ওই পরিবারটিকে সমাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি। ওই এলাকায় কুসংস্কার ও ধর্মান্ধ কিছু মানুষ রয়েছে। তারা একটি হিল্লে বিয়েকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছিল। এ ঘটনায় ইন্ধনদাতা ও ফতোয়াদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়েছে। তবে এ বিষয়ে কেউ যদি অশান্ত পরিস্থিতির সৃষ্টি করতে চায়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিদের নিয়ে ছলিমনগর স্কুলে বৈঠকে বসেছিলাম। আমরা ওই দম্পতিকে সমাজে ফিরিয়ে দিয়েছি। তারা একত্রে বসবাস শুরু করেছেন। এরপরও যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী