X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে বিরল বন্দুক হামলা, শিশুসহ নিহত ৬

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ১৭:১০আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৭:১০
image

যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্লিমথ শহরে বৃহস্পতিবার বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। ২০১০ সালের পর দেশটিতে এই ধরনের হামলার ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার প্লিমথে নিহত ছয় জনের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পার্লামেন্ট সদস্য লিউক পোলার্ড জানিয়েছেন নিহতদের এক জনের বয়স দশ বছরেরও কম।

ডেভন ও কর্নওয়েল পুলিশের তরফে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তারা কেইহাম এলাকা থেকে ডাক পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে। বন্দুকের গুলিতে আহত আরেকজনকে ঘটনাস্থলে চিকিৎসা শুরুর পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে।

এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু না জানালেও পুলিশ বলছে একে সন্ত্রাসবাদী সংশ্লিষ্ট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। লন্ডন থেকে প্রায় দুইশ’ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত প্লিমথ একটি বন্দর নগরী।

আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর আইন থাকায় বন্দুকের গুলিতে যুক্তরাজ্যেন নিহত হওয়ার ঘটনা বেশ বিরল। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৩০ জন বন্দুকের গুলিতে নিহত হয়। এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে শ্বাসরোধ করে বা আগুনে পুড়ে।

যুক্তরাজ্যে সর্বশেষ ২০১০ সালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তরপশ্চিম ইংল্যান্ডের পর্যটন কেন্দ্র লেক ডিস্ট্রিক্ট-এ এক ট্যাক্সি চালক গুলি চালানো শুরু করলে ১২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়। তারও আগে ১৯৯৬ সালে একটি স্কুলের ব্যায়ামাগারে ঢুকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালানো শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
রামুতে ডাকাত দলের হামলায় বাবা-ছেলে নিহত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট